ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ‘চিকুন গুনিয়া’ ভাইরাসের প্রকোপ

প্রকাশিত: ০৬:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে ‘চিকুন গুনিয়া’ ভাইরাসের প্রকোপ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এডিস মশা বাহিত ‘চিকুন গুনিয়া’ ভাইরাসের কারণে এ জ্বর হচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে জ্বর এড়াতে হলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে, ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও এতে তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই। তাই আতঙ্কিত না হওয়ারও পরামর্শ চিকিৎসকদের। গত কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগীই আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি দু-তিন দিনে সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি এ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্রও দিচ্ছেন অনেক চিকিৎসক। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। ২০০৮ সালের পরে বেশ কয়েকবার এ ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুন গুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা। যেসব জায়গায় এডিস মশার বংশ বৃদ্ধি পায় এমন ফুলের টব, পানি জমে থাকার মত পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
×