ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

শিশু ধর্ষণের চেষ্টা ॥ আনসার সদস্য আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কামাল মিয়া (৩২) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চরচারতলা গ্রামের বাখারাবাদ গ্যাস সঞ্চালন কেন্দ্রের কলোনি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্যাস সঞ্চালন কেন্দ্রের আনসার সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি বাখারাবাদ গ্যাস সঞ্চালন কেন্দ্রের কলোনিতে আনসার সদস্য কামাল মিয়ার বাসায় প্রতিদিন দুধ সরবরাহ করত। শুক্রবার দুপুরে শিশুটি কামালের বাসায় দুধ দিতে গেলে কামলার তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কামালের বাসা থেকে বেরিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা কামালকে আটক করে দুপুরে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। চট্টগ্রামে দুই শিবির কর্মী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। পিকনিকে যাওয়ার প্রস্তুতি হিসেবে সংগঠনটির ২০/৩০ নেতাকর্মী সেখানে বৈঠকে মিলিত হয়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। সভায় উপস্থিত বাকিরা পালাতে সক্ষম হয়। সিএমপি সূত্রে জানানো হয়, কক্সবাজারে যাওয়ার উদ্দেশে ছাত্র শিবিরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানার নেতাকর্মীরা মুরাদপুর দর্পন ক্লাবে প্রস্তুতি বৈঠকে মিলিত হয়েছিল। শুক্রবার সকাল আটটার দিকে চারটি বাসযোগে তাদের কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। শিবিরের নেতাকর্মীদের বৈঠকের খবর গোপন তথ্যে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশী অভিযান টের পেয়ে অধিকাংশই পালিয়ে যায়। সেখান থেকে ২ জনকে আটক করে পুলিশ। দুই গ্রামের সংঘর্ষে চার পুলিশসহ আহত ৪০ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমায় ২ গ্রামের লোকজনের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষে ৪ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সোয়া ২টা থেকে লাউয়াই ও খোজারখলা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। বিকেল সোয়া ৩টার দিকে সাঁজোয়া যান নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। জানা যায়, গ্রামের সীমানা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। শুক্রবার এ নিয়ে ২ গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১০ ফেব্রুয়ারি ॥ কোম্পানীগঞ্জে ৩৩৩ ইয়াবাসহ দুই পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন সেনবাগ উপজেলার অর্জুনতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০) ও সোনাইমুড়ী উপজেলার পূর্ব অম্বনগর গ্রামের নুরুল আমিন (২৭)। শুক্রবার দুপুরে উপজেলার চর এলাহী এলাকা থেকে তাদের আটক করা হয়। ছাদ থেকে পড়ে আহত শিশু গৃহকর্মীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ১০ ফেব্রুয়ারি ॥ মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকার একটি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মঞ্জিলা (১২) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, উত্তরা ব্যাংক মঠবাড়িয়া শাখার কর্মকর্তা এম এ রবের ভাড়া বাসায় গৃহকর্মী মঞ্জিলা এক বছর ধরে কাজ করত। নিহত শিশুটির বাড়ি খুলনার ছোট বয়রা এলাকায়। মঞ্জিলা বৃহস্পতিবার বিকেলে তিনতলা বাসার ছাদ থেকে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ব্যাংক কর্মকর্তা এম এ রব জানান, তিনি ঘটনার সময় ব্যাংকে ছিলেন। তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। রানীনগরে মাঠ স্কুল আলো ছড়াচ্ছে বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ রানীনগরে ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের আইএফএমসি কৃষক মাঠস্কুলের প্রতি আগ্রহী হয়ে উঠছেন উপজেলার শত শত কৃষক-কৃষাণী। তারা এই স্কুল থেকে আধুনিক কৃষি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ নিয়ে প্রয়োগ করছেন বাস্তব জীবনে। তাই এই স্কুলটি কৃষি প্রযুক্তির আলো ছড়িয়ে যাচ্ছে প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে। গ্রামের কৃষক সমাজে এখন এই কৃষক মাঠস্কুলটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তারা এই স্কুল থেকে হাতে-কলমে বাস্তব শিক্ষা গ্রহণ করছেন আর কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় প্রয়োগ করছেন তাদের বাস্তব জীবনে। উন্নত হচ্ছে গ্রাম অঞ্চলের কৃষি সমাজ ব্যবস্থা। বদলে যাচ্ছে বাপ-দাদার আমলের পুরনো কৃষি ব্যবস্থা পদ্ধতি। বেকার যুব সমাজ আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ করে খুঁজে পাচ্ছে তাদের কর্মসংস্থানের নতুন নতুন পথ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ইন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় ৬টি ইউনিয়নে চলতি রবি মৌসুমে এই আইএফএমসি কৃষক মাঠস্কুল চলছে। উপজেলার খট্টেশ্বর রানীনগর ইউনিয়নের খাগড়া গ্রামে, কাশিমপুর ইউনিয়নের কুজাইল দক্ষিণ পাড়া গ্রামে, গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে, বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে, একডালা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ও মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে এই স্কুল চলমান রয়েছে। প্রতিটি স্কুলে সপ্তাহে ২ দিন করে ২৫টি কৃষক পরিবারের ২৫ জন কৃষক ও ২৫ জন কৃষাণীসহ মোট ৫০ জন কৃষক-কৃষাণীরা বিকেলে এই স্কুলে এসে কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন। তারা বসতবাড়িতে সবজি চাষ, ফল গাছের পরিচর্যা, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, গবাদিপশু প্রতিপালন, মাছ চাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বিভিন্ন আবাদ ও গবাদিপশুর রোগবালাই সম্পর্কে করণীয় বিষয়সমূহ এই স্কুলের মাধ্যমে শিখতে পারছেন তারা। এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদানের জন্য কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে বই, খাতা ও কলম। প্রতিটি স্কুলে কৃষি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও নারীরা শিক্ষার্থীদের মাঝে পাঠদান করে আসছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার জানান, আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি গ্রামের কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্যই বর্তমান সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছেন। এই স্কুলের মাধ্যমে কৃষক পরিবার আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে বাস্তব শিক্ষা গ্রহণ করতে পারছেন। টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১০ ফেব্রুয়ারি ॥ শুক্রবার সকালে গোসাইরহাটে বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় ছেলে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, ঘাতক ছেলেটি মানসিক প্রতিবন্ধী। তবে পুলিশ বলছে কোন সার্টিফিকেট ছাড়া মানসিক প্রতিবন্ধী বলা যাবে না। জানা গেছে, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোট কালিনগর গ্রামের ওয়ারেছ খান সকাল ৯টায় নিজ বাড়ির উঠানে বসে কাপড় ধুতে ছিল। এ সময় ছেলে দবির বাবার কাছে টাকা চায়। বাবা টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঘর থেকে ধারালো ছেনদা নিয়ে বাবার গলায় কোপ দিয়ে জবাই করে ফেলে। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান। তখন দবির বাবা বাবা করে চিৎকার করে নিজেই আত্মহত্যার চেষ্টা করে। দবিরের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক করে বেঁধে রাখে। শৈলকুপায় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানের ব্রিজের পাশ থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪৫ বছর হবে। রাজশাহীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মহানগরীতে সুফিয়া বেগম ওরফে নীলা (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর শিরোইল কলোনি এলাকায় স্বামীর বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নীলার স্বামী নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ। নাসিরকে তার বাড়ি থেকেই আটক করে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। বই পড়া প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রথমবারের মতো বরিশালে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বই পড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার সকাল দশটায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই পড়ে নিজের উৎকর্ষর প্রমাণ দিয়ে এক হাজার ৩১৬ শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গ্রামীণফোনের সহযোগিতায় নগরীর ৩১ বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীরা ২০১৬ সালে বই পড়ার কর্মসূচীতে অংশগ্রহণ করে। এরমধ্যে এক হাজার ৩১৬ শিক্ষার্থী বই পড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে পুরস্কার গ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, জাতি বিকশিত হওয়ার প্রধান উপায় শিক্ষা। মুক্তিযোদ্ধাদের সহায়তা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ থেকে ১৮১ মুক্তিযোদ্ধার মধ্যে আর্থিক প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও চেক বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা চান্নাম-ল ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক। মন্ত্রী ১৮১ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৭ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করেন।
×