ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বাঁশখালীতে আওয়ামী  লীগের দুই গ্রুপে  সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১০ ফেব্রুয়ারি ॥ বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আওয়ামী লীগের একটি অংশ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের খেলোয়াড়দের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ছনুয়া ইউপির শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের ব্যানারে শুক্রবার বিকাল ৪টায় ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও সভাপতি হিসেবে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিল্লুল করিম শরীফি উপস্থিত ছিলেন। এ ম্যাচে আনোয়ারা ব্রাদার্স ইউনিয়ন বনাম চকরিয়া ডেমোশিয়া খেলোয়াড় সমিতি একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগেই পথে খেলোয়াড়দের একটি টিমকে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের একটি অংশ।
×