ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরডিএতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৭

আরডিএতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৩ বছর পর সিরামিক নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হলো। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার বিকেলে ডিজিটাল সুইচ টিপে পর্দা সরিয়ে আনুষ্ঠানিকভাবে ৮ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৭ ফুট ৫ ইঞ্চি প্রস্থের এই ম্যুরাল উদ্বোধন করেন। আরডিএর প্রশাসনিক ভবনের প্রবেশ পথে এই প্রতিকৃতি স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন কেউ যদি ইতিহাস বিকৃতির চেষ্টা করে তা হলে এই ম্যুরাল তা হতে দেবে না। তিনি এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি দফতরে জাতির পিতার ম্যুরাল স্থাপনের নির্দেশ দেন। আরডিএর মহাপরিচালক আব্দুল মসতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালেয়ের সচিব ড. প্রশান্ত কুমার রায়, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। মন্ত্রী আরডিএর সব কর্মকা- ঘুরে দেখেন। এই একাডেমি যা উদ্ভাবন করেছে তা প্রথমে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করার পর সফলতার ভিত্তিতে সারাদেশে বাস্তবায়নের নির্দেশ দেন।
×