ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী। বিরামপুর ডিগ্রী কলেজের প্রভাষক এ এস এম আলমগীরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার এজাহারে নির্যাতিতা শারমিন আক্তার অভিযোগ করেন, ৮ বছর আগে আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। যৌতুকের কারণে বিয়ের পর থেকেই স্বামী তার ওপর শারীরিক নির্যাতন করলে ২ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন উভয় পরিবারের আলোচনা সমঝোতার ভিত্তিতে পুনরায় রেজিস্ট্রেশন কাবিননামার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। কিছু দিন পর আবারও শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। ৭ বছরের একমাত্র পুত্র সন্তানের মুখ দেখে সব নির্যাতন সহ্য করেন শারমিন আক্তার। অভিযোগে বলা হয়, নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পায়। ক্রমইে বেপরোয়া হয়ে উঠে যৌতুক লোভী প্রভাষক আলমগীর। ৫ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে আলমগীর স্ত্রী শারমিনকে ঘর থেকে বের করে দিলে অসহায় শারমিন বড় বোনের বাসায় আশ্রয় নিয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সুরঞ্জিতের আত্মার শান্তি কামনায় শোকসভা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য প্রয়াত মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেন গুপ্তের আত্মার শান্তির কামনায় প্রার্থনা ও শোকসভা শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মাধব মন্দিরে গাজীপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় গাজীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র চন্দ্র ম-ল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র দে ও সাধারণ সম্পাদক অরুণ সাহা, অখিল চন্দ্র পাল, এ্যাডভোকেট রিপন ও দীপক দত্তসহ প্রমুখ বক্তব্য রাখেন। জমি নিয়ে সংঘর্ষে আহত ছয় স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে এসএ টিভি’র ক্যামেরাপার্সন মোস্তফা কামালসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, অনেক দিন ধরে দিনাজপুরের মাঝাডাঙ্গা রওশন পাড়ায় ৩ শতক জমি নিয়ে এসএ টিভি’র ক্যামেরাপার্সন মোস্তফা কামাল ও একই এলাকার শাহজাহানের সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের সূত্র ধরে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে বাগ্বিত-া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে হামলা চালালে মোস্তফা কামাল, তার মা মমতাজ বেগম, স্ত্রী সম্পা বেগম, ছোট ভাই মাসুদ রানা, ভাইয়ের স্ত্রী নুর নেহার আক্তার মনিসহ পরিবারের ৬ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ৪ জনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলায় আহত কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্ব সাতজান গ্রামে দুপক্ষের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত কৃষক সহিদুল ইসলাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। শুক্রবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। সে ওই গ্রামের আবদুল গনির ছেলে। কৃষক সহিদুলের মৃত্যুর ঘটনার খবর পেয়ে ডিমলা থানার পুলিশ দুপুরে অভিযান চালিয়ে প্রতিপক্ষের দুই ভাইকে গ্রেফতার করে। এরা হলোÑ একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দুলাল হোসেন (২১) ও রহুল আমিন (১৮)। পুলিশ ও এলাকাবাসী জানায় আব্দুল গনির ক্রয় করা ও ভোগদখলকৃত পনেরো শতক ফসলী জমি নিয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিটি প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা দখলে নিয়ে বোরো ধানের চারা রোপণ করতে যায়। এতে আব্দুল গনির পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল গনির ছেলে সহিদুল ইসলাম, আলমগীর হোসেন (২৮) ও আব্দুুর রাজ্জাকের ছেলে আব্দুর নুর (২৫) আহত হয়। চৌগাছায় প্রতিমা ভাংচুর, আটক ২ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার হাজরাখানা হরিতলা মন্দিরে হরিঠাকুরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমিটির সাবেক সভাপতি ঝড়ু হালদার ও মেঘনাদ হালদার নামে দু’জনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। শুক্রবার যশোরের ডিসি ড. হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সেক্রেটারি সঞ্জিত কুমার পাল বলেন, আমাদের এখানে ৮০ সনাতন ধর্মাবলম্বী পরিবার রয়েছে। মন্দিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এরা দুইভাগে বিভক্ত। সপ্তাহে ২ দিন এখানে ২টি গ্রুপ পূজা-অর্চনা করে। বর্তমান কমিটির নেতৃত্বে সপ্তাহের বৃহস্পতিবার এবং সাবেক কমিটির নেতৃত্বে রবিবার পূজা-অর্চনা করা হয়। গত বৃহস্পতিবার বর্তমান কমিটির লোকজন পূজা-অর্চনা করে বাড়ি চলে গেলে কে বা কারা হরিঠাকুরের প্রতিমার মাথা কেটে নিয়ে যায় এবং অন্য একটি প্রতিমা পাশে উল্টে ফেলে রেখে যায়। তিনি জানান, কমিটির দ্বন্দ্বে এর আগেও লক্ষণ হালদার নামে এক ব্যক্তির বাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটায় ঝড়ু হালদার পক্ষরা। মন্দির কমিটির সভাপতি অরূপ রায় জানান, আগের কমিটির লোকেরা কোন অনুমতি ছাড়াই রবিবার পূজা-অর্চনা করে থাকে। বৃহস্পতিবার আমাদের লোকেরা পূজা শেষে বাড়ি চলে গেলে কে বা কারা হরিঠাকুরের প্রতিমার মাথা কেটে নিয়ে যায় ও একটি প্রতিমা উল্টে ফেলে রেখে যায়। জলাধার রক্ষার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১০ ফেব্রুয়ারি ॥ পটুয়াখালী শহরের বিভিন্ন পুকুর, জলাধার রক্ষা ও দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী এসডিও পুকুর পাড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি স.ম দেলোয়ার হোসেন দিলীপ, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মানস দত্ত, পরিবেশ আইজীবী এড. আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন। অগ্নিসংযোগ ॥ ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১০ ফেব্রুয়ারি ॥ গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর মৎস্য আড়তে স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের দেয়া আগুনে ৫ মৎস্য ব্যবসায়ীর আড়ত পুড়ে যাওয়ার পর ৬ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এসব মৎস্য আড়তদাররা ব্যাংকে লোন করে প্রত্যেকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে জেলেদের কাছে দাদন দিয়েছেন। তাদের আড়তের ক্যাশ বক্সে থাকা টাকা ও আড়ত পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এ ব্যাপারে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, বিষয়টি তদন্ত চলছে। সরেজমিন গিয়ে জানা গেছে, গত সোমবার ভোরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর মৎস্য আড়তে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ৫ মৎস্য আড়ত। মুজিবনগর সীমান্তে ১৮ বাংলাদেশীকে পুশব্যাক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত একটার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি। ভুক্তভোগীরা জানান, তারা বিভিন্ন সময়ে ভারতে যাবার সময় বিএসএফের হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর রাতে তাদের ৪০ জনকে নেয়া হয় বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে ১৮ জনকে পুশব্যাক করা হয়েছে। মুজিবনগর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। কেশবপুরে ঘের উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ ফেব্রুয়ারি ॥ সোনাতলা মাঠে কৃষকদের ফসলি জমি দখল করে অবৈধভাবে তৈরি করা মাছের ঘের শুক্রবার উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ মাছের ঘেরের বাঁধ শত শত ক্ষতিগ্রস্ত নারী-পুরুষকে সঙ্গে নিয়ে ভেঙ্গে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমানসহ পর্যাপ্ত পুলিশ উপস্থিত থেকে প্রায় দুই কিলোমিটার বাঁধ অপসারণের কাজ শুরু করেন। কেশবপুরের প্রভাবশালী ঘের ব্যবসায়ী আসাদুজ্জামান ওই মাঠের শত শত কৃষকের প্রায় দু’শ বিঘা জমি দখল করে অবৈধ মাছের ঘের তৈরি করে। ঘের বন্ধ করতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে জেলা প্রশাসক ঘের উচ্ছেদের নির্দেশ দেন। কৃষকদের লিখিত অভিযোগে বলা হয় কেশবপুর শহরের প্রভাবশালী মাছের ঘের ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ তার লোকজন দিয়ে তাদের অনিচ্ছায় প্রায় ২শ’ বিঘা জমিতে মাছের ঘের তৈরি করছে। ওই ঘেরের ভেতর শ্রীরামপুম, শরাফপুর ও ভালুকঘর গ্রামের কুন্ডুপাড়া ও সাহাপাড়ার হিন্দু সম্প্রদায় কৃষকদের বেশি জমি। তাদের ভয়ভীতি দেখিয়ে এবং মারপিট করে আসাদ প্রায় দুই কিলোমিটার বাঁধ দিয়ে মাছে ঘের তৈরি করে। গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার গভীর রাতে পোরশায় আমেরিকায় তৈরি একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ রোমান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিষ্ণপুর বেড়াচকি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিনামূল্যে গাভী প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ ফেব্রুয়ারি ॥ নারীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ৩টি ইউনিয়নের ৫০ জন গৃহবধূকে গাভী পালন বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ শুক্রবার শেষ হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার লিওবর্ট চিসিম, প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, লিজা আক্তার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে একটি করে গাভী প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ ফ্রেরুয়ারি ॥ মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে শুক্রবার সকালে মাগুরার রাউতড়া মোস্তফা আজিজ আর্ট স্কুল প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোস্তফা আজিজ আর্ট স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে। হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, মোস্তফা আজিজ আর্ট স্কুলের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান প্রমুখ।
×