ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র অপহরণ চেষ্টার রহস্য ফাঁস

প্রকাশিত: ০৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

স্কুলছাত্র অপহরণ  চেষ্টার রহস্য  ফাঁস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ফিল্মিস্টাইলে এক স্কুলছাত্রকে অপহরণের চেষ্টার নাটক সাজিয়ে তিন যুবককে হয়রানি করার রহস্য উদ্ঘাটন করেছেন থানা পুলিশ। এনিয়ে শুক্রবার সকাল থেকে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর এলাকার। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র উদয় বিশ্বাসকে (১২) অপহরণের চেষ্টার অভিযোগ এনে এলাকায় প্রচার করে উদয়ের পিতা তাপস বিশ্বাস। এ ঘটনায় তিনি (তাপস) তার পুত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতা বিএম মিরাজ, বন্দরের ব্যবসায়ী আরিফ হোসেন ও সৈয়দ মিনহাজকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৌরনদী মডেল থানার চৌকস ওসি আলাউদ্দিন মিলন বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় বৃহস্পতিবার রাতে তাপস বিশ্বাসকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রহস্যের জট খুলে যায়। তাপস বিশ্বাস বলেন, টরকী বন্দরের বাসিন্দা প্রভাবশালী মাহাবুব আলম কুট্টি আমাকে ২০ হাজার টাকা দিয়ে অপহরণের চেষ্টার নাটক সাজিয়ে উল্লিখিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলেন। তার অব্যাহত হুমকির মুখেই আমি এ অভিযোগ করেছি। স্কুল ছাত্র উদয় বিশ্বাস বলে, আমাকে কেউ অপহরণের চেষ্টা করেনি। আমাকে ভয় দেখিয়ে মাহাবুব আলম কুট্টি তিনজনের নাম বলতে বলেছিলেন। আমি যদি না বলি তা হলে মাহাবুবুল আলম কুট্টি আমাকে প্রাণে মারারও হুমকি দেয়। তাই আমি ভয়ে তাদের নাম বলেছি।
×