ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খানজাহান আলী বিমানবন্দরের জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

খানজাহান আলী  বিমানবন্দরের জমিতে স্থাপনা  নির্মাণে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমিতে নতুন করে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জমির মালিকদের ৩ ধারার নোটিস দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। অতিরিক্ত অর্থ পাওয়ার আশায় এই এলাকায় যোগসাজশে এক শ্রেণীর ব্যক্তি রাতারাতি শত শত ঘরবাড়ি স্থাপনা নির্মাণ শুরু করায় জেলা প্রশাসক বিষয়টি অবহিত হওয়ার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রামপালে পূর্ণাঙ্গ খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে নতুন করে গোবিন্দপুর, হোগলডাঙ্গা, দেবীপুর, সোনাতুনিয়া, বামনডহর মৌজায় ৫৩৬ একর জমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে। স্থানীয় কতিপয় দালালের প্ররোচনায় অনেকে ওই জমিতে পুরনো স্থাপনার পাশাপাশি নতুন করে শত শত স্থাপনা নির্মাণ শুরু করে। এ বিষয়টি জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস অবহিত হলে সরজমিনে তদন্তের পর অধিগ্রহণ প্রস্তাবনার ওই জমিতে স্থাপনা নির্মাণ না করার জন্য ৩ দফা মাইকিং করে নিষেধাজ্ঞা জানানো হয়।
×