ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৫ বছরেও স্বীকৃতি পায়নি ৫ মুক্তিযোদ্ধা পরিবার

প্রকাশিত: ০৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

৪৫ বছরেও স্বীকৃতি পায়নি ৫ মুক্তিযোদ্ধা পরিবার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একাত্তরের পাক হানাদার বাহিনীর হাতে নিহত ৫ পরিবার স্বাধীনতার ৪৫ বছর পরও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা পায়নি। ১৯৭২ সালে তাদের মধ্যে শহীদ আনসার আলী ও শহীদ হোসেন সিদ্দিকীর নামে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাক্ষর করা চিঠি ও নগদ দুই হাজার টাকার চেক পাঠানোর স্বীকৃতি আজও সাক্ষী হয়ে আছে। শহীদ ৫ পরিবারের আকুতি তারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি চায়। মুক্তিযোদ্ধা সংসদ স্থানীয় কমান্ড ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে বার বার যোগাযোগ করেও এই ৫ পরিবারের স্বীকৃতি মেলেনি। সিরাজগঞ্জ জেলা সদরের ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ১৯৭১ সালের ১১ মে পাক হানাদার বাহিনী এই পরিবারের ৫ মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। হানাদার বাহিনীর স্থানীয় দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এই ৫ শহীদরা হচ্ছেন- শহীদ আনসার আলী, পিতা- মৃত আব্বাস আলী, শহীদ হোসেন সিদ্দিকী, পিতা- মৃত এবারত আলী, শহীদ আব্দুল হামিদ, পিতা- মৃত আব্দুল আজিজ, শহীদ আবু তাহের, পিতা- মৃত হাজী আহম্মদ আলী, শহীদ আমিনুল ইসলাম, পিতা- মৃত আব্বাস আলী, উভয়ের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামে। শহীদ আনসার আলীর স্ত্রী প্রায় ৭৫ বছর বযসী লাইলী বেগম এবং শহীদ হোসেন সিদ্দিকীর স্ত্রী ছাকিনা সিদ্দিকী জানান, মৃত্যুর আগে তারা যেন শহীদ পরিবারের মর্যাদার স্বীকৃতি নিয়ে মরতে পারে। তাদের পরিবারের সক্ষম কোন উত্তরসূরি না থাকায় স্বামীর আত্মত্যাগের মহান দৃষ্টান্ত মøান হতে চলেছে।
×