ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তবু টিকে যাচ্ছেন ক্যামেরন

প্রকাশিত: ০৬:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

তবু টিকে যাচ্ছেন ক্যামেরন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম আলোচিত বোর্ড এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। বেতনভাতাসহ বিভিন্ন ইস্যুতে দেশটির ক্রিকেটারদের সঙ্গে বিবাদ যেখানে নিয়মিত বিষয়। ঠুনকো কারণে কোচ বরখাস্ত, দু-দুটি টি২০ বিশ্বকাপ জেতানো তুখোড় তারকা ড্যারেন সামিকে ছেঁটে ফেলা, ক্রিস গেইল-কাইরেন পোলার্ডদের মতো ক্রিকেটারের ইচ্ছে করে দল থেকে সরিয়ে নেয়া ...। আরও কত কি। এত টানাপোড়েনের পরও বর্তমান সভাপতি ডেভ ক্যামেরনের ওপরই আস্থা রাখতে যাচ্ছে উইইসিবি। তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডেভ ক্যামেরন। গত চার বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন ক্যামেরন। মার্চে বোর্ডের নির্বাচনে সভপাতি পদে ডেভই একমাত্র প্রার্থী। এছাড়া গত চার বছর ধরে ভাইস-প্রেসিডেন্ট পদে থাকা ইমানুয়েল নাথান ওই পদের জন্য একমাত্র প্রার্থী। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ডব্লিউআইসিবি। টি২০তে দুইবার বিশ্বকাপ জিতলেও ওয়ানডে এবং টেস্টে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা তলানির দিকে। সেরা আটে থাকতে না পারায় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারছে না তারা। দলের এমন বাজে পারফর্মেন্সের পর ডেভ ক্যামেরনের ভূমিকা নিয়ে সমালোচনা থেমে নেই। গত সেপ্টেম্বরে প্রধান কোচ ফিল সিমন্সকে বরখাস্তের পরও তার সমালোচনা চলে। তবে তার পরিবর্তে অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ড ল’কে নিয়োগ দিয়ে আবারও আস্থা ফিরিয়ে আনতে চাইছেন ক্যামেরন। অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রেসিডেন্ট হিসেবে তার আবারও নির্বাচিত হওয়া এখন অনেকটাই নিশ্চিত।
×