ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীদের আরও প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে মেয়েদের শুধু অঙ্ক, ইংরেজী ও বিজ্ঞানে ভাল জানলে হবে না। তাদের প্রযুক্তিতে কম্পিউটার কোডিং এবং প্রোগ্রামিংও শিখতে হবে। সে লক্ষ্যে সারাদেশে একটি আইসিটি ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দুই বছরে দুই লাখ নারীকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেয়ার টার্গেট নিয়েছি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে নির্বাচিত উদ্ভাবনী কৌশল ও পণ্যের জন্য সরকার এক কোটি টাকা পর্যন্ত ‘সিড মানি’ দেয়ার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে দেশে প্রথমবারের মতো শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০০ নারীর অংশগ্রহণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা শুরু হয়। সরকারের আইসিটি বিভাগ ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ইনোভেটিভ আইডিয়া ও প্রোডাক্ট বিশ্বের দরবারে হাজির করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। ইনোভেশন ডিজাইন এ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির কাজ শুরু করেছি। আমরা ২০২১ সাল নাগাদ এক হাজার ইনোভেটিভ আইডিয়া বা প্রোডাক্ট বাংলাদেশ থেকে বিশ্বকে উপহার দিতে চাই। তিনি বলেন, নির্বাচিত প্রতিটি প্রোডাক্টকে সিড মানি হিসেবে প্রথম চার মাসে এক কোটি টাকা পর্যন্ত দিতে পরিকল্পনা বা নীতিমালার খসড়া তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে নীতিমালাটি পাঠানোর পর অনুমোদন হলেই এ কার্যক্রম শুরু হবে।
×