ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জিপি এ্যাক্সেলেরেটর’ কর্মসূচী চালু করছে গ্রামীণফোন

প্রকাশিত: ০৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

‘জিপি এ্যাক্সেলেরেটর’ কর্মসূচী চালু করছে গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার ॥ প্রযুক্তিবিষয়ক স্থানীয় স্টার্টআপগুলো গড়ে তুলতে গ্রামীণফোন ‘জিপি এ্যাকসেলেরেটর’ কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি তৃতীয় ব্যাচের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন জমা নিচ্ছে। ৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা নেবে। এই কর্মসূচীতে এসডি এশিয়া নামের একটি প্রতিষ্ঠান সহযোগিতা দেবে। গ্রামীণফোন জানিয়েছে, প্রযুক্তিবিষয়ক স্টার্টআপের ন্যূনতম টেকসই পণ্য বা ‘মিনিমাম ভায়াবল প্রডাক্ট’ রয়েছে শুধু তাদেরই আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী স্টার্টআপগুলোর অবশ্যই অন্তত দু’জন সহ-প্রতিষ্ঠাতা থাকতে হবে যারা জিপি এ্যাকসেলেরেটর থেকে সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে এ কর্মসূচীর প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে থাকা দেশীয় প্রযুক্তিবিষয়ক স্টার্টআপগুলোকে সহায়তা করবে জিপি এ্যাকসেলেরেটর। এরই মধ্যে আগের কর্মসূচীর স্টার্টআপগুলো বর্তমান সময়ের বড় কিছু সমস্যার সমাধান করছে। এসব স্টার্টআপের মধ্যে রয়েছে সিএমইডি। যারা ডায়াবেটিস ও রক্তচাপের মতো প্রতিরোধযোগ্য নীরব ঘাতকের প্রতিরোধ নিয়ে কাজ করছে। কিছু স্টার্টআপ কাজ করছে নতুন সুযোগ সম্ভাবনা নিয়ে। সোশিয়ান, ব্র্যান্ডগুলোকে সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোক্তাদের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে জানার। ইতোমধ্যেই জিপি এ্যাকসেলেরেটরের প্রথম দু’টি ব্যাচে নয়টি স্টার্টআপের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। জিপি এ্যাকসেলেরেটর আবেদন করার ঠিকানা। জিপি এ্যাকসেলেরেটরের ভূমিকা নিয়ে সেবা এক্সওয়াইজেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ বলেন, বাজারের সঙ্গে সরাসরি যুক্ত হতে ও অপরিচিত একটি ভবিষ্যতের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে জিপি এ্যাকসেলেরেটর আমাদের অন্তত দু’বছর সময় বাঁচিয়ে দিয়েছে। গ্র্যাজুয়েশন সম্পন্ন করা আরেকটি স্টার্টআপ ক্রামস্ট্যাক। এ স্টার্টআপটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য গুগল সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। একইসঙ্গে সবার জন্য ব্যবসায়িক বিশ্লেষণের তথ্য-উপাত্ত সরবরাহ করে। ক্রামস্ট্যাক-এর প্রতিষ্ঠাতা মীর সাকিব জিপি এ্যাকসেলেরটরের সুযোগ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জিপি এ্যাকসেলেরেটর দেশের একমাত্র প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি আপনার স্টার্টআপকে একদম শূন্য থেকে কর্মক্ষম অবস্থায় নিয়ে যেতে পারবেন। একটি স্টার্টআপ কীভাবে কাজ করে এটা তরুণ উদ্যোক্তাদের বুঝতে সহায়তা করে জিপি এ্যাকসেলেরেটর। আমরা আমাদের বর্তমান অবস্থার জন্য জিপি এ্যাকসেলেরেটর ও এসডি এশিয়ার প্রতি কৃতজ্ঞ।’ স্টার্টআপগুলোকে জিপি হাউজে কাজ করার সুযোগ দেয়া হয়। স্টার্টআপগুলোর বাজারে আসার পথকে সুগম ও গতিশীল করতে বিনিয়োগকারী, খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাদারগণ স্টার্টআপগুলোকে টার্ম শিট, ভ্যালুয়েশন ও ফিন্যান্সিয়াল মডেলিং করার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। এ ছাড়াও, নির্দিষ্ট সময়কালীন ও দলভিত্তিক এ কর্মসূচী উদ্যোক্তাদের বিনিয়োগযোগ্য ও সামর্থশীল ব্যবসায়িক মডেল নির্মাণে ও নিজেদের সম্প্রসারণের সুযোগ করে দেয়।
×