ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী

নূরুল হুদা আওয়ামী চেতনায় বিদায়ী সিইসির চেয়ে এগিয়ে

প্রকাশিত: ০৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নূরুল হুদা আওয়ামী চেতনায় বিদায়ী সিইসির চেয়ে এগিয়ে

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আওয়ামী চেতনায় বিদায়ী সিইসি কাজী রকীবউদ্দিন আহমেদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদকে দেশের জনগণ কোনদিন ক্ষমা করবে না। রিজভী বলেন, কে এম নূরুল হুদা একজন জনতার মঞ্চের মানুষ। উনার বক্তব্য, আচার-আচরণ দলের একজন একনিষ্ঠ কর্মীর মতো। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর যুগ্ম সচিব নূরুল হুদাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগ আমলে ভূতাপেক্ষ কার্যকারিতায় সচিব হয়ে অবসর নেন তিনি। তার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি। মানুষ মনে করে তার অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে। বিএনপির মুখপাত্র বলেন বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট যে মন্তব্য করেছেন এর সঙ্গে বিএনপি একমত। রিজভী বলেন, নতুন সিইসির অতীত কর্মকা- এবং সিইসি হিসেবে নাম ঘোষণার পরপরই তার বিভিন্ন বক্তব্যে তিনি যে কমিটেড আওয়ামী লীগার সেটি ফুটে উঠেছে। তাই নতুন সিইসির অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুকূলে অসুদপায় অবলম্বন করে তিনি যে ভোট ও নির্বাচনী ব্যবস্থাকে চূড়ান্তভাবে নির্মূল করার বিপজ্জনক প্রতিজ্ঞা নিয়ে কাজ করবেন না সেটি কে বলতে পারে? সুতরাং জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে বলতে চাই একবার আপনার প্রধানমন্ত্রীকে বলুন গদি ছেড়ে দিয়ে একটি অন্তর্র্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। তাহলেই বোঝা যাবে কোন দল রাজনৈতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়েছে। কার ভুল হয়েছে বিএনপি না আওয়ামী লীগের। নির্বাচনে আপনাদের জামানত বাঁচবে কী না সেই বিষয়ে প্রচেষ্টা গ্রহণ করুন। রিজভী বলেন, কাল আমি ফেসবুকে দেখলাম, নতুন সিইসির এলাকায় উপজেলা চেয়ারম্যানের একটা কী ভোটাভুটিতে জেতার কারণে মিষ্টি খাওয়া-খায়ি করছেন। এর আগেও তো আমরা সিইসি দেখেছি, তাদের ব্যক্তিত্ব, তাদের মর্যাদা ছিল ভিন্ন ধরনের। এলাকায় কে জিতল, না জিতল- এসব অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেন না। তারা একটা স্বাধীন স্বত্তা নিয়ে থাকতেন। রুহুল কবির রিজভী বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার সময়কাল ৫ বছর হলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর তদন্ত ও আসামিদের ধরতে কাক্সিক্ষত সেই ৪৮ ঘণ্টা এখনও শেষ হয়নি। সেই ৪৮ ঘণ্টা এখন পাঁচ বছরে গিয়ে ঠেকেছে। শুধু সাগর-রুনিই নয় বর্তমান সরকারের শত্রুতে পরিণত হয়েছে সব সাংবাদিকরা। কারণ, পাঁচ বছরেও সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হয়নি। সরকারের সীমাহীন অবহেলায় ধামাচাপা দেয়ার চক্রান্তের আবর্তে পড়ে আছে সাগর-রুনী হত্যা মামলাটি। গত পাঁচ বছরে ৪৬ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বুঝতে পারছে না পাঁচ বছরেও তদন্তে সফলতা না আসায় নিহত সাগর-রুনির পরিবার, স্বজন ও সাংবাদিক মহলে কি ক্ষোভ, হতাশা ও বিষন্ন-বেদনার সৃষ্টি হয়েছে। অবিলম্বে সাগর-রুনির প্রকৃত খুনীদের আইনের আওতায় নেয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ। ১৬ কোটি মানুষ চোখের সার্চ লাইটে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে- নজরুল ॥ দেশের ১৬ কোটি মানুষ ৩২ কোটি চোখের সার্চ লাইটে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়বাদী বন্ধু দল আয়োজিত ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশনের ৫ জনের মধ্যে ৩ জনের নামই এসেছে ত্বরীকত ফেডারেশনের প্রস্তাব থেকে। তিনি বলেন, ৩২ বছর আগে বিএনপি করতেন বলে বিচারপতি কে এম হাসানকে মেনে নেয়া হয়নি। অথচ বর্তমানে যাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও জনতার মঞ্চের সংগঠক ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী বন্ধু দলের সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ জিয়া প্রমুখ।
×