ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সই জাল করেছেন শশী!

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সই জাল করেছেন শশী!

অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ভিকে শশীকলার বিরুদ্ধে বিধায়কদের সই জাল করার অভিযোগ করেছেন তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পনীরসেলভম। তার দাবি, ১৩০ জন বিধায়কের সই করা যে সমর্থনপত্র রাজ্যপালকে দিয়েছেন শশীকলা, তা নাকি পুরোটাই ভুয়া। শশীকলা দলের বিধায়কদের সই জাল করে তাদের সমর্থন থাকার মিথ্যা রটাচ্ছেন। পনীরসেলভম বৃহস্পতিবার রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তার পরেই যান শশীকলা। শশীকলা রাজ্যপালের কাছে ১৩০ জন বিধায়কের সই করা একটি সমর্থনপত্র জমা দেন। এরপর শশীকলার বিরুদ্ধে বিধায়কদের সই জাল করার অভিযোগ আনেন পনীরসেলভম। রাজ্যপালকে পনীর জানান, ওই কাগজটাই জাল। কারণ, বিধায়কদের দিয়ে জোর-জবরদস্তি করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন শশী। সইয়ের আসল কারণ নাকি তাদের জানানোই হয়নি। এখন সেই কাগজকেই বিধায়কদের সমর্থনপত্র বলে চালাচ্ছেন শশীকলা। যারা সই করতে চাননি তাদের সই জাল করা হয়েছে বলেও পনীরসেলভমের অভিযোগ। পনীরসেলভমের এ অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে তামিলনাড়ুর জন্য তা যথেষ্ট অবমাননাকর বিষয় হবে। এআইএডিএমকের কোন এক বর্ষীয়ান সদস্য এবং তামিলনাড়ু বিধানসভার স্পীকারের সাহায্য নিয়ে এ অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি। কোন সই জাল করা হয়েছে কি-না খতিয়ে দেখা হবে তাও। -আনন্দবাজার পত্রিকা
×