ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোট বাতিলের ফলে

প্রকাশিত: ০৫:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নোট বাতিলের ফলে

ভারতে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বাতিলের ফলে ৭শ’ মাওবাদী আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি বলেন, ‘নোট বাতিলের সিদ্ধান্ত ঠিক ছিল। পৃথিবীতে এতবড় সিদ্ধান্ত এর আগে আর কোন দেশে নেয়া হয়নি। তাই এ ঘটনার ফল কী হতে চলেছে সে সম্পর্কেও তাদের কোন ধারণা ছিল না।’ নরেন্দ্র মোদি বলেন, ‘নোট বাতিলের ফলে সাময়িকভাবে সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। তবে এ তিন মাস সময়ে অনেকটা বন্ধ করা গেছে কালো টাকার উৎস। তার থেকেও বড় কথা, নোট বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর থেকে এখন পর্যন্ত ৭শ’ মাওবাদী বিদ্রোহী আত্মসমর্পণ করেছে।’ পাকিস্তানকে শত্রু দেশ উল্লেখ করে মোদি দাবি করেন, নোট বাতিলের ফলে সীমন্তে অনুপ্রবেশ ও জঙ্গী কার্যকলাপও অনেক কমেছে। -কলকাতা ২৪ঘণ্টা ডটকম
×