ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ছুরিকাঘাতে প্রজন্ম লীগ নেতা খুন

প্রকাশিত: ০৫:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০১৭

পটিয়ায় ছুরিকাঘাতে প্রজন্ম লীগ  নেতা খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলার পটিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রজন্ম লীগ নেতা মোঃ বাহাদুর (৩০)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কোলাগাঁও সিরাজশাহ মাজার গেট এলাকায় তিনি খুন হন। বাহাদুর কোলাগাঁও বক্সিমিয়া মেম্বারের বাড়ির রফিক আহমদের ছেলে এবং ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি। এ ঘটনায় পটিয়া থানায় হত্যা মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুর বন্দর ব্যবহারকারী একটি সংস্থায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, বিগত ৭-৮ মাস আগে স্থানীয় সন্ত্রাসী আবদুল মান্নান প্রকাশ মান্না চট্টগ্রাম মেরিন ডকইয়ার্ডে কন্ট্রাক্টরের কাজের নিয়ন্ত্রণ নিতে বাহাদুরকে চাপপ্রয়োগ করে। একপর্যায়ে বাহাদুরের কাছ থেকে চাঁদা দাবি করে। পরবর্তীকালে মান্নাকে অভিযুক্ত করে বাহাদুর পটিয়া থানায় দুটি পৃথক সাধারণ ডায়রি করেন। বাহাদুরের আত্মীয় মোক্তার আহমদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাদুর তার কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। কে বা কারা তাকে পুনরায় ডেকে নিয়ে যায়। রাত ১০টার পর পরিবারের সঙ্গে বাহাদুরের যোগাযোগ হয়নি। রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যরা জানতে পারে যে, বাহাদুরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুনের বিষয়টি নিশ্চিত করে পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আনোয়ার জানান, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বাহাদুর খুন হয়ে থাকতে পারে। বাহাদুরের শরীরে ছুরিকাঘাতের চিহ্নহ্ন রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×