ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তেজগাঁও রেললাইন বস্তিতে আগুন, যুবক দগ্ধ

প্রকাশিত: ০৫:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

তেজগাঁও রেললাইন বস্তিতে আগুন, যুবক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি বস্তিঘর পুড়ে গেছে। মানিক (৩৫) নামে এক যুবক আগুনে দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ওই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে এবং ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, রান্না করার চুলা থেকে এ আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোন কিছু জানাতে পারেননি তিনি। এদিকে আগুনে দগ্ধ হয়ে আহত হওয়া মানিক মিয়াকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার দেহের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মানিক মিয়া জানিয়েছেন, তিনি পেশায় একজন ভ্যানচালক। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি রেললাইন বস্তিতে বড় হয়েছেন এবং সেখানেই বসবাস করেন। তেজগাঁও রেললাইন পূর্ব রামপুরায় আগুন ॥ শুক্রবার দুপুর বারোটার দিকে রাজধানীর পূর্ব রামপুরা বৌ বাজারে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বেশ কয়েকটি ঘর পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্রের ধারণা।
×