ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সিলেটে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছে। এদের মধ্যে দুজনের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হচ্ছেÑ সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫)। তবে নিহত অপর শ্রমিকের পরিচয় জানা যায়নি। গত বৃহস্পতিবার আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই নিহত শ্রমিকদের লাশ সরিয়ে ফেলা হয়। জানা গেছে, বিছানাকান্দি কোয়ারি এলাকা থেকে প্রায়ই রাতের আঁধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এর আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ও সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় দুইজনের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। তবে অন্য জনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
×