ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিস্তারিত ৫-এর পাতায়

মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা ॥ আপীলেও হারলেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা ॥  আপীলেও হারলেন ট্রাম্প

এনআরবি নিউজ, নিউইয়র্ক ॥ আপীলেও হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীরা। নবম সার্কিট আপীল কোর্টও তার সর্বসম্মত সিদ্ধান্তে ৭ মুসলিম প্রধান রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার অব্যাহত রাখল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোতে অবস্থিত এই আপীল আদালতের ৩ বিচারক ঐকমত্যে পৌঁছেন যে, ট্রাম্প ওই নির্বাহী আদেশে ধর্মীয় বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন সুপ্রীমকোর্টে যেতে হবে অথবা ঐ আদেশ পরিবর্তন করে নতুন নির্বাহী আদেশ জারি করতে হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে একটি নির্বাহী আদেশে শিশুকালে মা-বাবার হাত ধরে যুক্তরাষ্ট্রে আগতদের মধ্যে যারা অভিবাসনের মর্যাদা লাভে সক্ষম হয়নি, তেমন অনুর্ধ ৩০ বছর বয়সী যুবক-যুবতীদের ওয়ার্ক পারমিট প্রদান এবং নানা শর্তে অভিবাসনের মর্যাদা দিতে চেয়েছিলেন। এই আদেশকে চ্যালেঞ্জ করে টেক্সাস ডিস্ট্রিক্টকোর্টে মামলা করেন রিপাবলিকানরা। সেই আদালতও নিষেধাজ্ঞা জারি করেছিলেন ওবামার ঐ নির্বাহী আদেশের বিরুদ্ধে। এরপর ওবামার আইনমন্ত্রীসহ বিচার বিভাগ একইভাবে আপীল করেছিলেন। ফেডারেল কোর্টের রায়ই বহাল ছিল। এরপর তারা সুপ্রীমকোর্টে গিয়েও সুবিধা হয়নি। এবারও ট্রাম্পকে সুপ্রীমকোর্টে যাবার পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ সুপ্রীমকোর্টে আবেদনের পর শুনানির তারিখ পেতেই ৯০ দিন অতিবাহিত হবার সম্ভাবনা রয়েছে।
×