ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে বিএসএফের গুলিতে টুলু মিয়া (৬০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছে সিফাত আলী (৩৫) নামে আরেক বাংলাদেশী। অবৈধভাবে গরু পারাপারের সময় তাদের বিএসএফ গুলি করে। এ ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে। রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৫৬ দিয়ে রাতে গরু পারাপার করছিল ৮-১০ জনের পাচারকারী দলটি। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের মৃত আসমত আলীর ছেলে টুলু মিয়া (৬০) নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাদ আলী (৩৫)। আহত সিফাতকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম জানান, বেলা সোয়া ১১টার দিকে টুলু মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছি।
×