ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির আচরণ বেপরোয়া চালকের মতো ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপির আচরণ বেপরোয়া চালকের মতো ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে হতাশায় বেপরোয়া দলে পরিণত হয়েছে বিএনপি। তাদের আচরণ বেপরোয়া চালকের মতো। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি আমি জানি না বিএনপি আবার কখন যে রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। শুক্রবার কাকরাইলে দক্ষিণ যুবলীগের উদ্যোগে আয়োজিত লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নতুন সিইসি আওয়ামী লীগের মুখপাত্র’ মর্মে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানেন না। সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনারাই বলুন? সিইসি কী আওয়ামী লীগের মুখপাত্র? তিনি বলেন, রাজনীতিতে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। নইলে নেতাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার হতে হবে। নেতাদের যোগ্যতা অর্জনে পড়াশোনা করতে হবে। তিনি বলেন, দেশে অনেক বড় বড় নেতা রয়েছে তারা নিজেদের কর্মজীবন নিয়ে বই লেখেন না। এটা অত্যন্ত হতাশাজনক। যুবলীগের উদ্যোগে লাইব্রেরি স্থাপন করায় ধন্যবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যা করতে পারেনি, যুবলীগ তা করিয়ে দেখিয়েছে। যুবলীগের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা গ্রহণ করা উচিত। যুবলীগের এই উদ্যোগ রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে। ছুটির দিন ছাড়া রাজধানীতে কোন জনসভা করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুর্ভোগ হয়, কষ্ট পায় এমন কর্মসূচী আমরা গ্রহণ করব না। এ জন্য আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে (৭, ১৭ ও ২৬ মার্চ) জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচী দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরানিয়াত। সভা পরিচালনা করেন যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উদ্বোধনী বক্তব্য শেষে যুবলীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে যুবলীগ জাগরণ লাইব্রেরি কেন্দ্র পরিদর্শন করেন ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে বিএনপি ॥ এদিকে বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক নিরাপত্তা বিষয়ে শ্রমিক সমাবেশ ও এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের ঢাকা-ফেনী রুটে বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে। তবে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, নির্বাচনকালীন সরকার বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিকভাবেই কাজ করবে এবং সেভাবেই চলবে। আওয়ামী লীগের ‘ঘুমকাতুরে’ নেতাদের জাগাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার জীবন থেকে শেখার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি আল্লাহর রহমতে সামাল দিচ্ছেন। আর এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে আছেন। তিনি (শেখ হাসিনা) সারা দেশ সামাল দিতে পারলে, দেশের উন্নয়নের জন্য তিনি এত কিছু সামাল দিতে পারলে আমরা কেন পারব না? আসলে চাইলেই পারা যায়, শেখ হাসিনা পারলে আমারা পারব না কেন? ওবায়দুল কাদের বলেন, আমি কারও নাম বলব না, বাংলাদেশের অনেক নেতাই সকাল ১০টার আগে ঘুম থেকে ওঠে না। একজনের দৈনিক সাত ঘণ্টার বেশি ঘুমানোর প্রয়োজন নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি মনে করি, আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। অনুষ্ঠানে এনা ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
×