ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলিস্তান ও মতিঝিলে ৭২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশিত: ০৯:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৭

গুলিস্তান ও মতিঝিলে ৭২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাথ-সড়কে অবৈধ দোকান বসিয়ে তা থেকে চাঁদাবাজি করার অভিযোগে ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসি। বৃহস্পতিবার ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামছুল আলম বাদী হয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় আলাদা তিনটি মামলা করেন। মামলার বিষয়ে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সব ধরনের অপরাধীদের আমরা আইনের আওতায় এনে বিচার করতে চাই। আমরা ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করেছি। আইনগত পদক্ষেপ নেয়া শুরু করেছি। মতিঝিল থানায় করা মামলায় ১৬ জন। শাহবাগ থানার মামলায় ৭ জন। পল্টন থানায় ৪৯ জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানায় করা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মোঃ সাইফুল ইসলামকে। তার ঠিকানা দেয়া হয়েছে বগারপাড়, থানা সরিষাবাড়ি জেলা জামালপুর। তিনি বর্তমানে ঠিকানা ১২৮১ পূর্ব জুরাইনে। শাহবাগ থানার মামলায় প্রধান আসামি করা হয়েছে শাহজাহান ওরফে ‘লম্বু শাহজাহান’কে। তার ঠিকানা বাড়ুইগাঁও, শ্রীনগর, মুন্সীগঞ্জ। পল্টন থানার মামলায় প্রধান আসামি করা হয়েছে হারুন ওরফে ‘লম্বু হারুন’কে। তার ঠিকানা দেয়া হয়েছে ডহিরন তাপসি, থানা ও জেলা মুন্সীগঞ্জ।
×