ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন সিইসির বক্তব্য আওয়ামী লীগের মুখপাত্রের মতো ॥ রিজভী

প্রকাশিত: ০৯:০৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নতুন সিইসির বক্তব্য আওয়ামী লীগের মুখপাত্রের মতো ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বক্তব্য আওয়ামী লীগের মুখপাত্রের মতো বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নতুন সিইসি। তিনি জনতার মঞ্চের লোক। তাই তিনি আওয়ামী লীগের মুখপাত্রের মতোই বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক। তবে এ রকম ব্যক্তির পক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা কিভাবে সম্ভব হবে এমন সংশয়-সন্দেহ ও অবিশ্বাস তো সাধারণ মানুষের মধ্যে রয়েছে। রিজভী বলেন, জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হাজিরার দিন থাকায় দলের নেতাকর্মীরা মৎস্য ভবন ও রমনাপার্ক এলাকায় জড়ো হয়। বেলা পৌনে ১১টার দিকে পুলিশ ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং বহু নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
×