ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরেও সাগর-রুনী হত্যা রহস্য উন্মোচিত হলো না

প্রকাশিত: ০৯:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ বছরেও সাগর-রুনী হত্যা রহস্য উন্মোচিত হলো না

বিশেষ প্রতিনিধি ॥ ১১ ফেব্রুয়ারি শনিবার চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকা-ের পর পাঁচ বছর পূর্তি হতে চললেও এই হত্যা রহস্য উন্মোচন তো হল-ই না, বরং ৪৬ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এই হত্যাকা-ের ঘটনায় এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১৪৫ জনকে। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে জামিনে মুক্ত আছেন ৩ জন। হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য এখন আবার সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছে ১৩০ জনের। সাংবাদিক দম্পতির মৃতদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। ডিএনএ পরীক্ষা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বদল হয়েছে বার বার। সাংবাদিক দম্পতি হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে মিছিল, মিটিং, প্রতিবাদসহ নানা ধরনের কর্মসূচী পালন করেছেন সাংবাদিক সমাজ। এই হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে বার বার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত চলছে, র‌্যাব এর তদন্ত করছে। তবে এই মুহূর্তে তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই। সাংবাদিক দম্পতি হত্যাকা-ের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যকে সামনে রেখে হত্যাকা-ের রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক দম্পতির পরিবার। সাংবাদিক দম্পতিসহ হত্যাকা-ের পর থেকে যেভাবে তদন্তের ধারাবাহিকতা চলে আসছে তাতে কবে নাগাদ এই হত্যাকা-ের রহস্য উদ্ঘাটিত হবে তার নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। সাংবাদিক দম্পতি হত্যাকা-ের তদন্ত কি অনন্তকাল ধরে চলতে থেকে কালক্ষেপণের পর্যায়ে কৃষœগহ্বরে চলে যায় কিনা, সেটাই এখন প্রশ্ন? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার উত্তরায় এপিবিএন সদর দপ্তরে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সাংবাদিক দম্পতি হত্যাকা-ের তদন্তের অগ্রগতি এই মুহূর্তে জানা নেই। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর হত্যাকা-ের পর ঘটনাস্থলে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ করে খুনীদের গ্রেফতার করা হবে বলে ঘোষণা দেন। এই হত্যাকা-ের তদন্ত শেষ করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এই ৪৮ ঘণ্টার সময় এখন ৪৮ মাসে পৌঁছানোর পরও তদন্ত যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, রহস্য উদ্ঘাটিত হয়নি। এর দুই দিনের মাথায় ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পুলিশ সদর দফতরের সাংবাদিক সম্মেলনে সাগর-রুনী হত্যাকা-ের ‘প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। হত্যাকা-ের পাঁচ বছর পর সেই প্রণিধানযোগ্য অগ্রগতিও হারিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন ॥ বৃহস্পতিবার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দফতরে আয়োজিত কল্যাণ সভা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত চলছে, র‌্যাব এর তদন্ত করছে। তবে এই মুহূর্তে তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই। প্রথমে পুলিশ তদন্ত কাজ করেছে। পরে উচ্চ আদালতের নির্দেশে এখন র‌্যাব মামলাটি তদন্ত করছে। মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিতু হত্যার তদন্ত চলছে। হয়ত শীঘ্রই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। সেখানে জানা যাবে কে দোষী। দেশে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বেড়ে গেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাগর-রুনীকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তারা দুজনই আমার নির্বাচনী এলাকায় থাকতেন। আমি আশাবাদী র‌্যাব সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারবে এবং আপনারা (সাংবাদিকরা) তা জানতে পারবেন।
×