ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর ৭ সরকারী কলেজ ঢাবিতে অন্তর্ভুক্ত হচ্ছে

প্রকাশিত: ০৯:০৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর ৭ সরকারী কলেজ ঢাবিতে অন্তর্ভুক্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সাত সরকারী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর দেয়া সিদ্ধান্ত অনুসারে দেশের ২৭৬টি কলেজকে এলাকাভিত্তিক ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে। যে সাতটি কলেজ ঢাবিতে অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেস মহিলা কলেজ ও মিরপুর সরকারী বাঙলা কলেজ । এই সাত কলেজে বর্তমানে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
×