ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরি পেলেন শিমুলের স্ত্রী

প্রকাশিত: ০৯:০৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

সরকারী চাকরি পেলেন শিমুলের স্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে উৎপাদনকর্মী পদে চাকরি পেলেন সিরাজগঞ্জে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বুধবার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কার্যালয়ে গিয়ে নুরুন্নাহারের নিয়োগপত্র নেন। আজ শুক্রবার এটি শিমুলের স্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী। গত সপ্তাহে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। গত ৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিমুলের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বগুড়ার সরকারী এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে নির্দেশ দেন।
×