ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নয়া সিইসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য ॥ এসএটিভির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নয়া সিইসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য ॥ এসএটিভির বিরুদ্ধে মামলা

কোর্ট রিপোর্টার ॥ নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে কথাপ্রসঙ্গে ‘গোপাল’ বলে অভিহিত করায় বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ এবং উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট মোঃ বাহালুল আলম বাহার ঢাকা সিএমএম আদালতে এ মামলা করেন। মহানগর ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে রাজধানীর কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়। মামলায় বলা হয়, ৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে ‘লেট এডিশন’ টকশোতে আমন্ত্রিত অতিথি ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী এবং শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করেন। খালিদ মাহমুদ চৌধুরী এবং শামসুজ্জামান দুদু দুজনই এর প্রতিবাদ করলেও শব্দটি প্রত্যাহার করা হয়নি। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করা জাতির জন্যও মানহানিকর- উল্লেখ করে মামলায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ করা হয়। গোপাল শব্দের একটি অর্থ ‘গরু পালনকারী রাখাল’। শ্রীকৃষ্ণের বাল্যকালের নামও গোপাল।
×