ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৮:২৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে রেললাইনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ আনিকার (১৫)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাখালী রেলগেটের মাত্র কয়েক গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ধরে হাঁটার সময় আনিকার কানে হেডফোন ছিল। দুর্ঘটনার পর তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, আনিকা সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই সে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। বাসা থেকে পড়তে যাওয়ার দীর্ঘসময় পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকলে একপর্যায়ে খবর আসে আনিকা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ খবর শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের বাসায় ভিড় করে। জানা যায়, আনিকার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শোলারচরে। রাজধানীর শাহীনবাগে মামার বাসায় থেকে সে পড়াশোনা করত। মাস ছয়েক আগে তার মায়ের মৃত্যু হয়। আনিকার মামা কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে জনকণ্ঠকে বলেন, প্রতিদিনের মতো আনিকা আরজতপাড়ায় তার শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় তার কানে হেডফোন ছিল বলে শুনেছি। এ সময় আনিকা ট্রেনের নিচে কাটা পড়ে । আনিকার চাচা আবদুর রহিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তেজগাঁও রেলস্টেশনে লাশ আনতে যাই।
×