ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্যাম্পাকো দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

প্রকাশিত: ০৮:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ট্যাম্পাকো দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ে ধ্বংস হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার আর্থিক সহায়তার এক কোটি ১৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক নিহত শ্রমিকদের উত্তরাধিকার ও আহত শ্রমিকদের মাঝে অনুদানের ওই চেক বিতরণ করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ওই অর্থ প্রদান করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক অনুষ্ঠানে বলেন, শ্রমিকদের জন্য টঙ্গীতে তিন বছরের মধ্যে আন্তর্জাতিকমানের দুইশ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে। যেখানে একই মানের ১০ শয্যার একটি বার্ন ইউনিটও থাকবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আউয়াল, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সোলায়মান ও শ্রমিক নেত্রী সামসুন্নাহার প্রমুখ।
×