ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বালটিক সাগর থেকে রকি মাউন্টেন

প্রকাশিত: ০৬:১৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বালটিক সাগর থেকে রকি মাউন্টেন

পূর্ব প্রকাশের পর প্রিয়জনদের জন্য উপহার সামগ্রী কিনতে হলে এটাই যে উত্তম সপিং মল সেটা বোঝা গেল সারিবদ্ধ দোকানগুলোর রকমারি সাজে সজ্জিত উপকরণাদির বহর দেখে। প্রিয়জনদের পাশাপাশি নিজের পছন্দের পরিধেয় বস্ত্রাদির বিভিন্ন ব্র্যান্ড, পাদুকা মোজাসহ স্টাইল করার নানাবিধ সামগ্রীতে ভরপুর এখানকার বিলাসী দোকানগুলো। মহিলাদের ফ্যাশান ও রূপচর্চার নানা প্রকারের কসমেটিক, পারফিউম, গয়না, কেশ চর্চার উপকরণ, এক কথায় কোন কিছুর কমতি নেই এখানকার দোকানগুলোতে। বাতাস আর সাগরের উত্তাল ঢেউ স্মরণ করিয়ে দিচ্ছে এটা কোন পুণ্য ভূমিতে গড়ে ওঠা প্রসাধন সামগ্রীর বিলাসী ভবন নয়। সাগরের প্রবল স্রোত আর বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে তরী খানি। প্রীতিকে বললাম চল এই নির্জনতায় ডেকে গিয়ে দেখি কেমন সে দৃশ্য। যথা ভাবনা তথা কাজ। লিফট এড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে ডেকের স্বচ্ছ কাঁচের দরজা খুলতেই ঠা-া বাতাসের প্রচ- ধাক্কায় আর বুঝতে বাকি রইল না যে, খোলামেলা এই স্থান আর অনুকূল নয় চাঁদনি রাতে সাগরের দৃশ্য উপভোগ করার জন্য। ফিরে এলাম ব্যর্থ মনে। রাত এখন অনেকটাই গভীর। চাঁদটাও অনেকটা মাথার উপরে উঠে এসেছে। ফিরতি পথে সিঁড়ির মাঝে দেখা হয়ে গেল বহরের অন্যান্য সঙ্গী সাথীদের সঙ্গে। তারা আমাদের অনুসন্ধানে জাহাজের আদ্যপান্ত খুঁজে বেড়াচ্ছেন। উদ্দেশ্য আমাদের তাদের সঙ্গী করা আর হ্যানিমুন স্যুটে আমাদের কেমন রোম্যান্টিক সময় কাটছে তার খোঁজ খবর নেওয়া। সেই সঙ্গে যদি স্যুটে বসে চাঁদনি রাতের মোহনীয় সৌন্দর্য উপভোগ করা যায় তবে মন্দ কি! সবাই মিলে ফিরে গেলাম স্যুটে। এদিকে সামান্য রোলিং হচ্ছে। তবে ভয় পাওয়ার মতো তেমন কিছু নয়। গাল গপ্প, হাসি ঠাট্টা, আড্ডা চলল বেশ কিছুক্ষণ ধরে, সেই সঙ্গে চাঁদ দেখা। আজ আকাশটা ভারি চমৎকার দেখাচ্ছে কোথাও কোন মেঘের ঘনঘটা চোখে পড়ছে না। একটু বাড়তি উৎফুল্লতা নিয়ে রোমান্টিকের আবেশে সেও সেজেছে। চাঁদের আলো সাগরের ঢেউ এর উপর পড়ে চিক চিক করছে। যতদূর দৃষ্টি যায় আবছা আলো আঁধারের লুকোচুরি খেলা সমস্ত জলাধারকে এক মোহনীয় রূপে সাজিয়ে তুলেছে। সাগরটা তুলনা মূলকভাবে আজ শান্ত। তার বিধ্বংসী মেজাজটা আজ অনুপস্থিত। সাগর বক্ষের নিস্তব্ধতা ভেদ করে জাহাজের ইঞ্জিনের শব্দটাই শুধু কানে লাগছে। নৌবিহারের উদ্যাক্তা ও আয়োজনকারীদের পক্ষ থেকে বার বার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এখানকার কোন ইভেন্ট মিস করা চলবে না। বললাম এখানে কি কি ইভেন্ট আছে সেটাই তো অজানা। সুতপা বৌদি এসব খোঁজ খবর রাখতে সাধারণত কোন ভুল করেন না। তিনি জানালেন রাত বারোটায় নাইট ক্লাবে ওয়েস্টার্ন মিউজিকের কনসার্ট ও ডিসকো ড্যান্সের মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করার জন্য ছেলেমেয়েদের পাঠানো হয়েছে সিট দখল করে রাখার জন্য, যথাসময়ে হাজির হলেই চলবে। চন্দ্র দর্শন এবং চা কফির আড্ডা শেষ হতেই বললাম তবে আর সার্কাস শোর শেষ পর্বটা মিস করা কেন? সবাই মিলে চলুন সেটা দেখেই নাইট ক্লাবে ঢুকে পড়ব। যে কথা আগেই উল্লেখ করেছি এই প্রমোদ তরীতে কোথায় কি ধরনের বিনোদনে যাত্রীদের মনোরঞ্জন করার ব্যবস্থা করা হয়েছে সেটা এখনও আমাদের অজানা। প্রথম কথা এই ধরনের প্রমোদ ভ্রমণ জীবনে প্রথম। আর দ্বিতীয় কথা বিস্তারিত খোঁজ খবর নেয়ার মতো যথেষ্ট সময়, সুযোগ এবং আগ্রহ কোনটাই নৌবিহারে আসার সময় ছিল না। শুধু প্রবল আগ্রহের বশবর্তী হয়ে এই নৌবিহারে ঝাঁপিয়ে পড়া। তবে এসে যখন পড়েছি তখন নিশ্চয়ই সবকিছু অনুসন্ধানী দৃষ্টি দিয়ে অনুসন্ধান করতে অলসতা করব না। নাইট ক্লাবে ডুকতেই মনে হলো এটা নাইট ক্লাব না হয়ে কোন অত্যাধুনিক সিনেমা হল হলেই ভালো হতো। হলে ঢোকার সিঁড়ি থেকে শুরু করে সর্বত্র বিলাসিতার ছোঁয়ায় ক্লাবটাকে একটা উচ্চমাত্রায় উপস্থাপন করার প্রচেষ্টা, যে কোন ব্যক্তির দৃষ্টিগোচর না হওয়ার সামান্যতম কোন কারণ নেই। তিন দিকে চক্রাকারে দর্শকদের বসার আয়োজন, আর মাঝখানে উম্মুক্ত ফ্লোর কুশীলবদের গান বাজনা আর নৃত্য প্রদর্শনের জন্য। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই প্রথমে চোখে পড়বে বার, যেখানে সাজান আছে বিভিন্ন প্রকারের হালকা গরম পানীয়, বিবিধ ডিজাইনের কারুকার্যখচিত বোতলের কোনটা পরিপূর্ণ আবার কোনটা আধা বোতল থেকে তলানিতে এসে ঠেকেছে। নিজ নিজ আসনে বসার পূবেই সকলে পছন্দ মতো পানীয়তে গ্লাস ভর্তি করে নিতে কোন অতিথিই কৃপণতা করছে না। ইতিমধ্যে যাদের গ্লাস খালি হয়ে গেছে কিংবা যারা গ্লাস ছাড়াই আসন গ্রহণ করেছিলেন তারাও আসন ছেড়ে নিজে অথবা সঙ্গীটির মাধ্যমে পুনরায় শূন্য গ্লাস ভর্তি করে স্বআসনে আসীন হচ্ছেন কনসার্টসহ অন্যান্য অনুষ্ঠানাদি উপভোগ করার জন্য। মোটামুটি কম বেশি সকলের হাতেই পানীয় ভর্তি গ্লাস। শুধু আমরাই খালি হাতে শূন্য আসন পূর্ণ করে ’বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে’। না আমাদের গান গাওয়ার কোন সুযোগ নেই। সুযোগ আছে শুধু গান শোনার এবং নাচ দেখার। (চলবে...)
×