ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাদিম মজিদের ‘মহাজীবন এক্সপ্রেস’

প্রকাশিত: ০৬:১৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নাদিম মজিদের ‘মহাজীবন এক্সপ্রেস’

নক্ষত্রের নিচে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে শব্দের বসতি বোনেন শব্দশিল্পী নাদিম মজিদ। ‘মহাজীবন এক্সপ্রেস’ উপন্যাসটি তার প্রথম গ্রন্থপ্রয়াস। যাত্রা আরম্ভেই তিনি জীবনের বহুমাত্রিক রূপ ও রংকে উপস্থাপন করতে পেরেছেন তার এই উপন্যাসে। কেবল জীবনের জোয়ার-ভাটার চিত্রণই নয়, প্রাঞ্জল ভাষাশৈলী ও বর্ণনার গতিময়তা ‘মহাজীবন এক্সপ্রেস’কে অন্য দশটি লেখার চেয়ে স্পষ্টতই আলাদা করে দিয়েছে। উপন্যাসের বিষয়বস্তু বিবেচনায় এটি বিশিষ্টতা ও স্বাতন্ত্র্যের জোরালো দাবি রাখে। সম্ভবত এই প্রথম কোনো লেখক পত্রিকার একজন ‘কন্ট্রিবিউটর’কে প্রধান চরিত্র করে একটি উপন্যাস এগিয়ে নিয়ে গেলেন এবং পত্রিকা জীবনের অন্দর-বাহির, উত্থান ও পতন বিধৃত করলেন। ‘মহাজীবন এক্সপ্রেস’ আমাদের চোখের সামনে থাকা ‘অজানা’ জীবনকে জানান দেবে। এই উপন্যাসের রূঢ় বাস্তবতা এবং একই সাথে রোমান্টিক আবেশ পাঠককে সিক্ত-আচ্ছন্ন-বিস্মিত করবে বলেই আমার বিশ্বাস। মহাজীবন এক্সপ্রেস, লেখক : নাদিম মজিদ, প্রচ্ছদ : ধ্রুব এষ্ প্রকাশক : দেশ পাবলিকেশন্স, ৮০ পৃষ্ঠা : মূল্য : ১৮০ টাকা স্টল নং : ৫০২-৫০৩ Ñমুহাম্মদ ফরিদ হাসান
×