ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোই বিশ্বসেরা

প্রকাশিত: ০৬:০৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

রোনাল্ডোই বিশ্বসেরা

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সময়ে বিশ্বসেরা ফুটবলার কে? এ প্রশ্নে দুইভাগে বিভক্ত হয়ে যায় ফুটবলবিশ্ব। একদিকে লিওনেল মেসি অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ইতালিয়ান ক্লাব নেপোলির ফরোয়ার্ড জোশে ক্যালিজন মনে করেন, এ মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার রোনাল্ডোই। এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। রোনাল্ডোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্যালিজন। সময়ের বিবর্তনে এখন প্রতিদ্বন্দ্বী। এবারই চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে সি আর সেভেনের বিরুদ্ধে খেলতে হবে তাকে। কেননা এখানে মুখোমুখি নেপোলি ও রিয়াল মাদ্রিদ। ১৫ ফেব্রুয়ারি রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যালিজন। ২০১৩ সালে রিয়াল ছাড়ার পর এবারই প্রথম পুরনো ঠিকানায় ফিরছেন তিনি। ম্যাচটির আগে উয়েফার ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে কে বর্তমানে সেরা ফুটবলার এমন প্রশ্নে ক্যালিজন বলেন, আমার মতে রোনাল্ডো বিশ্বসেরা। আমি মনে করি সে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ২০১৩ সালে মাদ্রিদ ছেড়ে নেপোলিতে যান ক্যালিজন। তার ফুটবলের হাতেখড়ি রিয়ালের যুব একাডেমিতে। লস ব্লাঙ্কসদের ‘সি’ ও ‘বি’ সিনিয়র দল হয়ে ২০০৮ সালে যোগ দেন এস্পানিওলে। পেশাদার ফুটবলে সেখানে তিন মৌসুম কাটিয়ে শৈশবের ক্লাবে প্রত্যাবর্তন করেন। গ্যালাক্টিকোদের হয়ে দুই মৌসুম খেলার পর পাড়ি জমিয়েছেন ইতালিয়ান লীগে। এক বছর পর লঙ্কান টি২০ দলে মালিঙ্গা স্পোর্টস রিপোর্টার ॥ গত এক বছর ধরে কোন ধরনের ক্রিকেটই খেলেননি পেসার লাসিথ মালিঙ্গা। ইনজুরি, অসুস্থতা মিলিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়নি। তবে কঠিন অস্ট্রেলিয়া সফরের দলে ফিরেছেন তিনি আবারও। তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ঘোষিত দলে ঠাঁই হয়েছে ৩৩ বছর বয়সী এ ডানহাতি পেসারের। তবে টি২০ অধিনায়ক দিনেশ চান্দিমাল বাদ পড়েছেন। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। ১৭ ফেব্রুয়ারি টি২০ সিরিজটি শুরু হবে। গত বছর এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে সর্বশেষ খেলেছিলেন মালিঙ্গা। ইনজুরি থেকে ফিরেছিলেন তখন সবেমাত্র। কিন্তু আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচে আবার ইনজুরিতে পড়েন। অবশ্য টি২০ বিশ্বকাপের দলে ঠাঁই করে নিয়েছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে নিজেই নাম প্রত্যাহার করে নেন। ৫ মাস পর পুরোপুরি সুস্থ হয়ে আবার খেলায় ফেরার সুযোগ ঘটেছিল। কিন্তু এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মালিঙ্গা। ফলে আর ফেরা হয়নি। অবশেষে এবার ফিরছেন তিনি পুরো এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর। চান্দিমাল সম্প্রতি বাজে ফর্মের মধ্যে থাকায় তার বাদ পড়াটা নিশ্চিতই ছিল। আর চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন। তার পরিবর্তে ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন থারাঙ্গা। ফর্মেও আছেন তিনি। এ কারণে এ অভিজ্ঞ ওপেনারকেই অস্ট্রেলিয়া সফরের টি২০ দলে নেতৃত্ব দেয়া হয়েছে। ঘোষিত ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন ধনঞ্জয়া ডি সিলভা, থিকসিলা ডি সিলভা, নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমল। তবে ফিরেছেন দাসুন শানাকা, চামারা কাপুগেদারা, মিলিন্দা শ্রীবর্ধনা ও দিলশান মুনাবিরা। ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে প্রথম, ১৯ ফেব্রুয়ারি ভিক্টোরিয়ায় দ্বিতীয় এবং ২২ ফেব্রুয়ারি এ্যাডেলেইডে তৃতীয় টি২০ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা টি২০ দল ॥ উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (্উইকেটরক্ষক), আসেলা গুনারতেœ, দিলশান মুনাবিরা, কুসাল মেন্ডিস, মিলিন্দা শ্রীবর্ধনে, সচিথ পাথিরানা, চামারা কাপুগেদারা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, দাসুন শানাকা, লক্ষণ সানদাকান, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।
×