ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা বিশ্বকাপ বাছাই

গুরুত্বপূর্ণ ম্যাচ আজ রুমানাদের

প্রকাশিত: ০৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০১৭

গুরুত্বপূর্ণ ম্যাচ আজ রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দারুণ হয়েছিল। পাপুয়া নিউগিনি মহিলা দলকে ১১৮ রানে পরাস্ত করেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে হেরে যায় পাকিস্তান মেয়েদের কাছে। আর মাত্র দুটি ম্যাচ বাকি বাংলাদেশের মেয়েদের। এরমধ্যে শেষটা শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাই সুপার সিক্সে উঠতে হলে আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে অতীব গুরুত্বপূর্ণ ম্যাচ রুমানা আহমেদের দলটির। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবার ২০১৭ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ঠাঁই পাওয়ার লক্ষ্য নিয়ে বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচে আইরিশ মেয়েদের হারিয়ে সেই স্বপ্ন সফল করার পথে ভালভাবেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল রুমানারা। বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মেয়েদের ১১৮ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে সেটা অব্যাহত রাখে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাক মেয়েদের কাছে আর পারেনি। বোলিংয়ে ভাল করতে পারলেও ব্যাটারদের ব্যর্থতা ৬৭ রানের বড় পরাজয় এনে দেয়। ‘বি’ গ্রুপে আজ স্কটিশ মেয়েদের মুখোমুখি হবে রুমানারা। সুপার সিক্সে উঠতে হলে এ ম্যাচে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিততে পারলে সেটা অনেকখানিই নিশ্চিত হয়ে যাবে। উভয় গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল উঠবে সুপার সিক্সে। আর সেটা করতে সক্ষম দলটি আগামী চার বছরের জন্য ওয়ানডে মর্যাদা নিশ্চিত করবে। তবে বিশ্বকাপের টিকেট পেতে হলে সেমিফাইনালে উঠতে হবে। সেই লক্ষ্যটা পরের ব্যাপার। আপাতত স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতে সুপার সিক্স নিশ্চিত করতে চায় বাংলাদেশের মেয়েরা। কোনভাবে হেরে গেলে শেষ ম্যাচে প্রোটিয়া মেয়েদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় পড়তে হবে। অবশ্যই জিততে হবে ম্যাচটা। কিন্তু বাছাইপর্বের অন্যতম শক্তিশালী দল তারা এবং সম্প্রতিই বাংলাদেশ সফরে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে গেছে প্রোটিয়া মেয়েরা।
×