ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুচিশীল পোশাকেই ফ্যাশন

প্রকাশিত: ০৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০১৭

রুচিশীল পোশাকেই ফ্যাশন

শামসুর রহমান লুমিন। জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের লিড ভোকালিস্ট। সখ থেকেই তার গান শেখা। ১৯৯১ সালে গানের হাতেখড়ি। ফিডব্যাকের সঙ্গে আছেন ২০০৩ সাল থেকে। আবার মেলা, গীতিকবিতা ২ সহ বিভিন্ন জনপ্রিয় গান দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই তারকা। শুধু তাই নয়, চলমান ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে তিনি বেশ সচেতন। তার ফ্যাশন ভাবনা, পছন্দ, অপছন্দ নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন- জামিল উর রহমান শপিং করেন কোথা থেকে? প্রায় সব জায়গা থেকেই করি। তবে যমুনা ফিউচার পার্ক থেকে বেশি করা হয়। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি করছেন? তেমন কিছুই না, শুধু খাওয়া-দাওয়া কন্ট্রোল করছি। কি খাবার খেতে পছন্দ করেন? যে কোন বাংলা ফুড। কোন ব্র্যান্ডের পারফিউম পছন্দ করেন? ডেভিডাফের কুল ওয়াটার। ঘড়ি পরেন কোন ব্র্যান্ডের? যে কোন ব্র্যান্ডের তবে লেদার ঘড়ি। কেমন জুতা পরেন? স্নেকারস। কোন পোশকে স্বাচ্ছন্দ্যবোধ করেন? জিন্স আর টি-শার্ট। অবসর সময়ে কি করেন? গান শুনি,আড্ডা দেয়, ঘুরতে অনেক ভাললাগে তাই ঘুরি। শখ কি? ড্রাইভিং। ড্রাইভিং কি নিজে করেন? হ্যাঁ, নিজেই করি কারণ এইটা আমার সখ। প্রিয় মানুষ কে? মা। কোন রঙের উপর দুর্বলতা আছে? ব্ল্যাক। আমার প্রিয় রং। কি ধরনের সানগ্লাস পরেন? ইচ্ছামতো পরি। যখন জেটা ভাললাগে। আপনার ফ্যাশন আইকন কে? হলিউডের জ্যাসন স্ট্যামাস। উনার স্টাইল আমার ভাললাগে। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? শুধু গান নিয়ে ভাল কিছু করতে চাই। ফ্যাশন নিয়ে নতুনদের জন্য কি বলবেন? শুধু বলব রুচিশীল পোশাক পরুন।
×