ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশনেবল জিন্স টি-শার্ট

প্রকাশিত: ০৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ফ্যাশনেবল জিন্স টি-শার্ট

দেখতে রুচিশীল এবং পরিপাটি আর অল্প ঝামেলার আরেক নাম জিন্স টি-শার্ট। কম সময়ে খুব সহজেই এই ড্রেস পরে যাওয়া যায় সবখানে। বর্তমান সময়ে লুজ প্যান্টের চাহিদা একদমই নেই বললেই চলে, যার জায়গাটা এখন বেশ সংকীর্ণ। পুরোটাই নিয়ে নিয়েছে জিন্স প্যান্ট। নিজের বডির সঙ্গে মিল রেখে জিন্স আর টি-শার্ট ম্যাচ করে পরলে ভাল লাগার সবটুকুই প্রকাশ পায় পোশাকে। আর তাই তো সবাই ঝুঁকে পড়ছেন জিন্স আর টি-শার্ট। শুধু তরুণরাই নয় মধ্য বয়স্করাও কম যান না এই ড্রেসের সঙ্গে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারাও সদ্ব্যবহার করছেন জিন্স আর টি-শার্টের। পিছিয়ে নেই মেয়েরাও। বর্তমানে মেয়েদের ফ্যাশনেরও বড় একটি অংশ এটি। ছোট ছোট স্বপ্নকে বাস্তবে পূরণ করতে কেনা চাই? আর ছোট্ট স্বপ্নের বাস্তবায়ন যদি কিনা পোশাকের ম্যাধমে হয় তাহলে তো মন্দ হয় না। আর এই পোশাকের ছোট্ট স্বপ্নকে বাস্তবায়নের হাতিয়ার হিসেবে তরুণরা বেছে নিয়েছে জিন্স প্যান্ট আর টি-শার্টকে। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে এই পোশাক যেন এখন কমন ফ্যাশনের বিষয়। বিভিন্ন ডিজাইনের জিন্স আর টি-শার্ট দাঁড়িয়েছে তাদের মূল ফ্যাশন হয়ে। তরুণ মধ্যবয়স্কদের পাশাপাশি অফিসার, মডেল, অভিনেতা, নায়ক-নায়িকাদের সবারই প্রথম পছন্দ এই পোশাক। ক্যামেরার সামনের মানুষদের পাশাপাশি ক্যামেরার পেছনের মানুষরাও ক্যাজুয়ালি পরছেন জিন্স টি-শার্ট। বাজারে জিন্স প্যান্টের চাহিদা অনেক। বিভিন্ন ডিজাইনের এসব জিন্সের ওপর নজর রয়েছে ক্রেতাদের। ন্যারো, বেলবাতাম, স্ট্রেট এসব জিন্সের চাহিদা বর্তমানে বেশি। আবার প্যান্টের কালারটাও হওয়া চায় পারফেক্ট। এদিকে আবার কাপড় স্ট্রিচ নাকি নন স্ট্রিচ সেটিও যাচাই করতে ভোলেন না ফ্যাশনপ্রিয়রা। কালার নিয়েও যথেষ্ট সচেতন সবাই। ব্লাক, ব্লু, হাল্কা নেভি ব্লু এসব জিন্সের চাহিদা অনেক। টি-শার্টের কথা বললে প্রথমেই আসবে পোলো টি-শার্ট। ফ্যাশনে আধুনিকতার আর এক নাম টি-শার্ট। নিজেকে রাঙানোর এক অনন্য মাধ্যম হচ্ছেÑএই পোলো টি-শার্ট। বর্তমান বাজারে শার্টের থেকে টি-শার্টের চাহিদা বেশি। সাদা, কালো, স্টাইপ, ব্লু এসব কালার সবার বেশ পছন্দ। আবার গোলগলা, ফুল হাতা ও হাফহাতা টি-শার্টের চাহিদাও ব্যাপক। ফুটপাথের দোকান থেকে শুরু করে নামীদামী অনেক দোকানে টি-শার্ট পাওয়া গেলেও, হালফ্যাশনের গুণগত মানের টি-শার্ট কিনতে হলে একটু যাচাই-বাছাই করাই বুদ্ধিমানের কাজ। ব্র্যান্ডের টি-শার্ট কিনতে হলে চলে যেতে পারেন রাজধানীর বসুন্ধরা সিটিতে। কারণ, দেশের প্রায় সব বড় মাপের ব্র্যান্ডগুলোর শোরুম এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। এক্সটাসি, ফ্রিল্যান্ড, ইনফিনিটি, ক্যাটস আই, ক্যাটস আই, ইয়েলোর মতো ব্র্যান্ড রয়েছে এখানে। এসব দোকান থেকে ছেলেদের গোলগলার টি-শার্টগুলো দাম পড়বে সাড়ে ৬০০ থেকে ১ হাজার ৪৭০ টাকা। আর ছেলেদের পোলো টি-শার্টের দাম ৮৭০ থেকে ১ হাজার ৮৭০ টাকা। মেয়েদের টি-শার্ট পাওয়া যাবে ৩৮০ থেকে ১ হাজার ৫৮০ টাকায়। অন্যদিকে ইয়েলো থেকে কিনলে ছেলেরা টি-শার্ট পাবেন ৯০০ থেকে ১ হাজার ৭৮০ টাকায়। আর মেয়েরা ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকার মধ্যে। এছাড়া ব্র্যান্ডের দোকান ছাড়াও রাজধানীর নিউমার্কেট, ঢাকা কলেজের উল্টো পাশে নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজারেও পাওয়া যায় ছেলেমেয়ে উভয়েরই ভালমানের টি-শার্ট। একটু যাচাই-বাছাই করে কিনতে জানলে এখানেও পাওয়া যায় বিদেশী ব্র্যান্ডের টি-শার্ট। দামটাও হাতের নাগালেই, ২৫০ থেকে ৫০০ টাকায় দেশীয় গার্মেন্টসের টি-শার্ট পাওয়া যায়। আরেকটু ভালমানের টি-শার্ট কিনতে ১ হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে। তবে এসব জায়গা থেকে কিনতে হলে দর কষাকষি করার পারদর্শিতা এবং ভাল কাপড় চেনার অভিজ্ঞতা থাকতে হবে। দেশীয় ধাঁচের টি-শার্ট কিনতে এবং দর কষাকষির ঝামেলা এড়াতে চলে যেতে পারেন শাহবাগের আজিজ সুপার মার্কেটে। এখানের প্রায় সবগুলো দোকানেই ছেলেমেয়ে এবং বাচ্চাদের টি-শার্ট আছে। ডিজাইনেও মিলবে ভিন্নতা। বাজেট অনুযায়ী খুব সহজেই ক্রেতারা কিনতে পারবেন এসব পোশাক। আর এই পোশাকে নিজের সর্বোচ্চটাও তুলে ধরতে পারবেন ফ্যাশনপ্রিয়রা।
×