ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে, সুয়ারেজের লালকার্ডের বিরুদ্ধে আপীল কাতালানদের

ফাইনালে বার্সিলোনার প্রতিপক্ষ সেই আলাভেস

প্রকাশিত: ০৫:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ফাইনালে বার্সিলোনার প্রতিপক্ষ সেই আলাভেস

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাস গড়ে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের ফাইনালে উঠে গেছে আলাভেস। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে দু’দলের প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। স্বপ্নের ফাইনালে আলাভেসের প্রতিপক্ষ ট্রেবল জয়ের লক্ষ্যে থাকা বার্সিলোনা। আগামী ২৭ মে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে যেন লুইস সুয়ারেজ খেলতে পারেন এজন্য বার্সা তার লালকার্ডের বিরুদ্ধে আপীল করেছে। আলাভেসের এই সাফল্য রূপকথার মতোই। গত মৌসুমেও দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে ছিল। সেখানে থেকে উঠে এসেছে লা লিগায়। স্পেনের সেরা লীগে এসেও দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে দলটি। লা লিগার প্রথম লেগের ম্যাচে তো এই বার্সিলোনাকেই হারিয়েছে তারা। সেই তাদের বিরুদ্ধেই এবার কোপা ডেল রে’র ফাইনাল। এর আগে অবশ্য শনিবার লা লিগার ফিরতি ম্যাচেও দেখা হয়ে যাচ্ছে দু’দলের। সার্জিও আলভারেজের হাই পার্সে দু’দলের লড়াইটা বেশ জমে উঠেছিল। ম্যাচের ৮২ মিনিটে আলাভেসের হয়ে জয়সূচক গোলটি করেন লেফট উইঙ্গার এডগার মেনডেজ। গোলটির পর স্বাগতিক সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। ২০০১ সালে উয়েফা কাপের ফাইনালে খেলার পর এই প্রথম কোন ফাইনালে খেলবে আলাভেস। লিভারপুলের কাছে সেবারের ফাইনালে ৫-৪ গোলে পরাজিত হয়েছিল আলাভেস। ক্লাবের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম কোপা ডেল রে’র ফাইনালের টিকেট পেয়েছে দলটি। এর আগে সেমিতে উঠেই শেষ হয়েছিল দলটির মিশন। ফাইনালটি হয়ত বেশ জমজমাট হবে। বার্সা টানা চারবার আসরে ৪০ বার ফাইনালে উঠেছে। তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। অন্যদিকে আলাভেসের সামনে ক্লাবের ইতিহাসে প্রথম কোপা ডেল রে ট্রফি জয়ের সুযোগ। লা লিগায় গত মৌসুমে দ্বিতীয় বিভাগে থাকা আলাভেসের সেরা সাফল্য ২০০০-০১ মৌসুমে ইউরোপা লীগের ফাইনালে ওঠা। ১৯৯৮-৯৯ মৌসুমে ৪২ বছর পর লা লিগায় ফিরেছিল আলাভেস। ওই মৌসুমে তেমন কিছু করতে পারেনি দলটি, শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে ড্র করেছিল। বার্সিলোনার কাছে হেরেছিল দুই ম্যাচেই। কিন্তু পরের মৌসুমেই বার্সা খেয়ে যায় তাদের ইতিহাসের অন্যতম বড় ধাক্কা। আলাভেসের কাছে দুই ম্যাচেই হেরেছিল কাতালানররা। হারানো ওই ৬ পয়েন্টেই সেবার লা লিগার শিরোপা বঞ্চিত হয়েছিল বার্সা। সেই দলটির সামনে আবারও স্প্যানিশ পরাশক্তিরা। অতীত ইতিহাসের কারণেই ফাইনালে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে চায় বার্সা। কিন্তু সুয়ারেজ সেমিতে লালকার্ড দেখায় পারবেন না ফাইনালে খেলতে। এ কারণে বার্সা তার নিষেধাজ্ঞা উঠাতে আবেদন করেছে। গত মঙ্গলবার সেমির দ্বিতীয় লেগে সুয়ারেজের গোলেই এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বার্সিলোনা। কিন্তু ম্যাচের শেষের দিকে এ্যাটলেটিকো মিডফিল্ডার কোকেকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন সুয়ারেজ। এক বিবৃতিতে বার্সিলোনার পক্ষ থেকে বলা হয়েছে রেফারির এই রিপোর্টের বিরুদ্ধে বার্সিলোনা আপীলের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের পরে সুয়ারেজ কোকের বিরুদ্ধে নিজের চ্যালেঞ্জটি নিয়ে বলেছিলেন, এটা ফাউলই ছিল না। এখন যেভাবেই হোক শিরোপা চায় বার্সার। দলটির কোচ লুইস এনরিকেও এমন জানিয়েছেন। তিনি বলেন, দল ইতিহাস গড়তে চলেছে। এই সুযোগ হাতাছাড়া করা চলবে না। আমরা শিরোপার জন্য খেলব।
×