ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে খেলার আমন্ত্রণ শারাপোভার

প্রকাশিত: ০৫:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

মাদ্রিদে খেলার আমন্ত্রণ শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরের এপ্রিলের শেষ সপ্তাহেই কোর্টে ফিরবেন তিনি। তার সপ্তাহ দুয়েক পরই শুরু হবে মাদ্রিদ ওপেন। মাদ্রিদ ওপেনে অংশ নিতে রাশিয়ান এই টেনিস তারকাকে আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা। বুধবার আয়োজকদের পক্ষ থেকেই শারপোভাকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মে মাসের ৫ তারিখ থেকে শুরু হবে মাদ্রিদ ওপেন। সেখানে খেলতে রাশিয়ান এই গ্ল্যামারগার্লকে ইতোমধ্যে একটি ওয়াইল্ডকার্ডও পাঠানো হয়েছে। এ ব্যাপারে টুর্নামেন্টের ইভেন্ট পরিচালক মানালো সান্তানা বলেন, ‘শারাপোভাকে অনুরোধ করে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ১৫ বছর ধরে তিনি টেনিস বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এমনকি এরআগে তিনি মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়নও হয়েছেন।’ তাই মানালো সান্তানার দৃঢ় বিশ্বাস এখানে খেলবেন রুশ সুন্দরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদ্রিদে সে বরাবর ভাল খেলে এবং আমি নিশ্চিত যে, সে আবারও এখানে আসবে। বিশেষ করে এই সময়ে নিজেকে দারুণভাবে অনুপ্রাণিত করার জন্য। আমি মনে করি সে মাদ্রিদ ওপেনে পারফর্ম করতে আসবে।’ টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা মারিয়া শারাপোভা। কিন্তু গত বছর ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপীল করলে তার নিষেধাজ্ঞা নয় মাস কমিয়ে ১৫ মাসে আনা হয়। এর ফলে আগামী ২৬ এপ্রিল থেকে সবধরনের প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন মারিয়া শারাপোভা। নির্বাসন থেকে ফিরে শুরুটা করবেন অবশ্য স্টুটগার্ট ওপেন দিয়ে। এটা আরও আগেই নিশ্চিত করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। কেননা দীর্ঘদিন বাইরে থেকে টেনিসের প্রিয় কোর্টে ফিরতে মারিয়া শারাপোভাও যে মুখিয়ে রয়েছেন। তবে মাদ্রিদ ওপেনে খেলবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানাননি পাঁচটি মেজর টুর্নামেন্টের মালিক মাশা। মাদ্রিদ ওপেনে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন শারাপোভা। সেই টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়েছিলেন তিনি। আবারও মাদ্রিদে ফিরবেন বলে আশা করছেন টুর্নামেন্টের সিইও জেরার্ড টিসোবানিয়ানও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শারাপোভা এমন একজন খেলোয়াড় যাকে টেনিসের সব সমর্থকরাই দেখতে চান।’ মাত্র ১৭ বছর বয়সে চমক হয়ে টেনিস কোর্টে আবির্ভাব ঘটেছিল মারিয়া শারাপোভার। ২০০৪ সালে উইম্বলডনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সাময়িক বিরতির পর ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারসøামও পূর্ণ করেন তিনি। তার দুই বছর পর ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডসøামও এই ফ্রেঞ্চ ওপেনে। আগামী এপ্রিলেই ত্রিশ বছরে পা রাখবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই শীর্ষ তারকা। নিষেধাজ্ঞার পর তার প্রথম গ্র্যান্ডসøামও হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর শারাপোভা কী আবার পারবেন স্বরূপে ফিরতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×