ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার নিধুয়া পাথারে বসেছিল ঐতিহ্যবাহী বউমেলা

প্রকাশিত: ০৫:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ার নিধুয়া পাথারে বসেছিল ঐতিহ্যবাহী বউমেলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার পোড়াদহের ঐতিহ্যের মাছ ও মিষ্টি মেলার পরের দিন একই স্থানে বৃহস্পতিবার বসেছিল এলাকার বধূদের মেলা। স্থানীয়ভাবে এ নাম বউমেলা। মেলায় শুধু মেয়েদের চুড়ি, ফিতা, দুল, আলতা এবং ইমিটেশনের গহনা বিক্রি হয়। পাথারের মধ্যে মেয়েদের ব্যবহার্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বে মহিষাবান গ্রামের নিধুয়া পাথারে প্রতি মাঘের শেষ বুধবার আয়োজন হয় একদিনের এই মেলা। পরের দিন বউ মেলা। আয়োজকরা জানান, মেলাকে ঘিরে প্রায় প্রতি বাড়িতে নাইওর আসে। মেয়ের জামাইদের নিমন্ত্রণ করে আনা হয়। মেলার গ্রামসহ আশপাশের দশ গ্রামে শিশু, নারী-পুরুষের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। প্রথম দিনে মেলায় যায় পুরুষরা। পরের দিনে এলাকার নারী-শিশুদের জন্য মেলা উন্মুক্ত করা হয়। যেখানে নারীরা নির্বিঘেœ ও স্বচ্ছন্দে তাদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী কেনাকাটা করতে পারে। মেলার গয়নাপাতির দামও কম। কানের দুল, নাক ফুল প্রতি জোড়া ৫ টাকা। পুঁথির মালাসহ অন্যান্য গহনা ৫ টাকা থেকে ১০০ টাকার মধ্যে মেলে। কয়েক দোকানি বললেন, একদিনের এই বউ মেলায় বড় অঙ্কের কেনাকাটা হয়। নারীরা কম দামে ইমিটেশনের গহনা পায় বলে এই মেলার অপেক্ষায় থাকে। গেরস্ত রবিউল ইসলাম বললেন, প্রতিবছর তার মেয়ের জামাই তো আসেই শ্বশুরবাড়ির লোকজনকেও নিয়ে আসে বউ মেলা ঘিরে। মেলবন্ধনের এই মেলায় গাঁয়ের বধূরা নেচে-গেয়ে আনন্দ করে। মেলায় কূপে মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ নানা বিনোদনের আয়োজন করা হয়।
×