ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিনতাইকারী চক্র হঠাৎ বেপরোয়া, রাজধানীতে ১৩৫ স্পট

প্রকাশিত: ০৫:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ছিনতাইকারী চক্র হঠাৎ বেপরোয়া, রাজধানীতে ১৩৫ স্পট

শংকর কুমার দে ॥ হঠাৎ করেই রাজধানীতে আবারও বেপরোয়া ছিনতাইকারী চক্র। ছিনতাই কাজে বেড়ে গেছে আগ্নেয়াস্ত্রের ব্যবহারও। এসব ছিনতাইকারী চক্র ছিনতাই কাজে ব্যবহার করছে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল। ছিনতাইকারী চক্রের টার্গেট মহিলাদের ভ্যানেটিব্যাগ, ব্যাগভর্তি টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসেট। রাজধানীর ৪৯টি থানার ৮টি ডিভিশনাল জোনে চিহ্নিত ১৩৫টি ছিনতাই স্পট। রাজধানীতে গড়ে প্রতি মাসে ২৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে। গত তিনদিনে রাজধানীতে দিনদুপুরে গুলি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের তিনটি ঘটনা ঘটেছে। একের পর এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে যাওয়ার পর রাজধানীতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযানের শুরুতে মঙ্গলবার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এ খবর জানা গেছে। ডিএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবের সামনে সশস্ত্র ছিনতাইকারী চক্র গুলি করেছে মনিরুজ্জামান মাসুম নামের এক শিক্ষার্থীকে। তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য ওই শিক্ষার্থীর পায়ে গুলি করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মনিরুজ্জামান মাসুম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুম তার বন্ধুসহ ট্যুরে যাওয়ার পাসপোর্ট নিয়ে বাইকে এজেন্সি অফিসে যাচ্ছিলেন। এ সময় চারটা বাইক টিচার্স ক্লাবের সামনে তাদের বাইকের গতিরোধ করে পাসপোর্টের ব্যাগ নিয়ে টানাটানি করে। ব্যাগ না দেয়ায় মানুষ আসতে দেখে মাসুমের পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। এ সময় গুলিটি তার প্যান্টের পকেটে থাকা মোবাইলে লেগে পায়ে আঘাত হানে। এর আগের দিন সোমবার দুপুর প্রায় দেড়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস পৌঁছলে অস্ত্রধারী চার যুবক বাসের গতিরোধ করে কমান্ডো স্টাইলে বাসের ভেতের ঢুকে। ওই চার যুবক অস্ত্র তাক করে সবাইকে শাসিয়ে দিল। এরপর দুইজন অস্ত্রধারী নির্দিষ্ট তিনজনের কাছে গিয়ে দাঁড়াল। ওই তিনজনের পায়ে গুলি করে বাসের মধ্যে ফেলে দিল। তারপর তাদের কাছে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চার যুবক বাস থেকে নেমে চলে যায়। প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলের এই ছিনতাইয়ের ঘটনা ঘটার সময়ে ছিনতাইকারী চক্রের গুলিতে আহত টুটুল, সানোয়ার হোসেন, আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং ছানোয়ার ও আবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তারও আগের দিন রবিবার বেলা বারোটায় রাজধানীর উত্তরায় ছিনতাইকারী চক্রের সদস্যরা একটি প্রাইভেটকার গতিরোধ করে মা-মায়েকে গুলি করে নগদ ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। উত্তরায় ছিনতাইকারী চক্র ছিনতাই কাজে ব্যবহার করেছে একটি প্রাইভেটকার। উত্তরার ৩ নম্বর সেক্টরে জসীমউদ্দীন সড়কে যমুনা ব্যাংক থেকে ৫ লাখ উত্তোলন করে শাহানা করিম (৫০) ও তার মেয়ে নাতিকা রেজওয়ানা করিমকে (২৮) গুলি করে ৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। দুটি মোটর সাইকেলযোগে ছিনতাইকারী চক্রের সদস্যরা এসে তাদের গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে উঠার পরই দুটি মোটরসাইকেল যোগে চার দুর্বৃত্ত তাদের গাড়ি গতিরোধ করে গাড়ির ভেতরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি শাহানার হাতে লেগে তার মেয়ে নাতিকার উরুতে বিদ্ধ হয়। ওই সময় তারা পড়ে গেলে দুর্বৃত্তরা টাকা নিয়ে চলে যায়। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, ঢাকা মহানগর পুলিশের কাছে বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা বাড়তি ঝামেলা এড়াতে থানায় মামলা বা জিডি না করে হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে যান। এ কারণে ছিনতাইয়ের সঠিক পরিসংখ্যান থাকে না থানাগুলোতে। ঢাকা মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা যায়, রাজধানীতে গড়ে প্রতি মাসে কমপক্ষে ২৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত বছর জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের শিকার ২৬২ জন চিকিৎসা নিয়েছেন। রাজধানীর ৪৯টি থানায় যেসব জিডি করা হয় তার বেশিরভাগই থানার আশপাশের রাস্তায় মোবাইল ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, ছিনতাইকারীদের ধরতে পারছে না পুলিশ। থানায় অভিযোগ করেও খোয়া যাওয়া জিনিস ফেরত পাওয়া যায় না। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব থানা এলাকা, বাড্ডা, বনানী, খিলক্ষেত, ভাষানটেক, মিরপুর, পল্লবী, কাফরুল, দারুস সালাম, নিউমার্কেট, মোহাম্মদপুর, তেজগাঁও, মতিঝিল, যাত্রাবাড়ী, কদমতলী, গুলিস্তান, রামপুরা, হাজারিবাগসহ মহানগরীর থানা এলাকায় অন্তত প্রায় একশ ছিনতাইয়ের স্পটগুলোতে মোটরসাইকেলে, মাইক্রোবাসে ও অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাই হচ্ছে। হঠাৎ করেই রাজধানীতে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। প্রায় প্রতিদিনই রাজধানীর কোন না কোন স্থানে ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণেই বাড়ছে ছিনতাই। ডিএমপির আটটি ক্রাইম জোনে শতাধিক ছিনতাইয়ের স্পট আর এসব জায়গায় সক্রিয় রয়েছে কয়েক ডজন ছিনতাইকারী চক্র। এদের মধ্যে মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে ছিনতাইকারী চক্রের একটি গ্রুপ। মেরুল বাড্ডা, রামপুরা মহাখালী, গুলশান, পান্থপথ, ফার্মগেট, মতিঝিল, ওয়ারী মৌচাক, হাতিরঝিল, শান্তিনগর, কাকরাইল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তানের ফুলবাড়িয়া, বাবুবাজার, রাজারবাগ, কমলাপুর, ধানম-ি এলাকা নিয়ন্ত্রণ করার জন্য গড়ে উঠেছে এলাকাভিত্তিক ছিনতাইকারী চক্রের গ্রুপ। ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরলেও খুব সহজেই জামিন পেয়ে বের হয়ে আসে তারা। এ কারণেই সহজে ঠেকানো যাচ্ছে না ছিনতাই তৎপরতা। জামিনে বের হয়ে আবার একই কাজ শুরু করে। ছিনতাই প্রতিরোধে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করার সময় সাগর ওরফে হৃদয় (২৩), মোঃ বাবু (১৮), রাশেদ আলী (১৯) ও মোঃ সোহাগ (১৮) নামে চার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মোঃ মাসুদুর রহমান বলেছেন, গত তিনদিনে রাজধানীর টিএসসির সামনে, উত্তরা ও সাভারে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে। ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাইকারী গ্রুপগুলোর সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
×