ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব আইনী বাধা দূর ॥ কুমিল্লায় সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়

নতুন ইসির প্রথম পরীক্ষা কুমিল্লা সিটি নির্বাচন

প্রকাশিত: ০৫:৪২, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নতুন ইসির প্রথম পরীক্ষা কুমিল্লা সিটি নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব নিয়েই আস্থা অর্জনের পরীক্ষা দিতে হবে নতুন নিয়োগ পাওয়া নূরুল হুদা কমিশনকে। পরীক্ষায় বসতে হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমেই। ইতোমধ্যে এই সিটি নির্বাচনের জন্য আইনগত বাধা দূর হয়েছে। নতুন নির্বাচন কমিশনকে কাজে যোগ দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড় শুরু করতে হবে। গত ৮ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের চার সদস্য। বিদায়ের আগে তারা গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে গেছেন। এছাড়া ১৮টি উপজেলায় নির্বাচন ও উপনির্বাচনের জন্যও তারা তফসিল ঘোষণা করে গেছেন। গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের বিএনপি অংশ না নিলেও দলীয় ভিত্তিক উপজেলা নির্বাচনে সব দলই অংশ নিতে পারে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও পরবর্তী সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীরা অংশ নিয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দায়িত্ব নিয়েই নতুন ইসিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের চ্যালেঞ্জ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নতুন কমিশন কতটা আস্থার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবেন তা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী এ নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রকিব কমিশনের ধারাবাহিকতা বজায় থাকছে। কারণ বিদায় কমিশনের একজন সদস্যের মেয়াদ এখনও শেষ হয়নি। মোঃ শাহনেওয়াজ বিদায় নেবেন ১৪ ফেব্রুয়ারি। এরপরই আসবেন নতুন কমিশন। ইতোমধ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সাবেক সচিব কে এম নূরুল ইসলামকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করেছেন। নতুন কমিশনের অন্য সদস্যের মধ্যে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও বি. জে. (অব) শাহাদত হোসেন চৌধুরী। আগামী ১৫ ফেব্রুয়ারি শপথের পরই তাদের আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় প্রধান বিচার প্রতি নবনিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশারদের শপথ পড়াবেন। যদিও নতুন নিয়োগ পাওয়া সিইসি কে এম নূরুল হুদা জানিয়েছেন কোন চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। তাঁর কাছে কোন বিশেষ দল, ব্যক্তি বা গোষ্ঠীর গুরুত্ব নেই। নিরপেক্ষতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং সংবিধানের ধারাকে সমুন্নত রাখাই হবে তার প্রধান কাজ। এর বাইরে আর কিছু নেই উল্লেখ করেন। জানা গেছে মেয়াদ শেষ হয়ে আসার কারণে বিদায়ী রকিব কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেনি। আগামী ১৫ ফেব্রুয়ারি শপথ নেবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দায়িত্ব নিয়ে তাদের এ সিটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে হবে। ইতোমধ্যে কুমিল্লায় সিটিতে নির্বাচনের জন্য কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। তারা বলছেন এ সিটির তফসিলের জন্য তারা নতুন নির্বাচন কমিশনের জন্য অপেক্ষা করছেন। এছাড়া বিদায়ী কমিশন গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে গেছে। আগামী ২২ মার্চ এ আসনের উপনির্বাচন হবে। এছাড়া কিছু উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ তিনটি উপজেলায় নির্বাচন ও বাকি ১৫ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন কমিশনকে দায়িত্ব নিয়েই এসব নির্বাচন পরিচালনা করতে হচ্ছে। গত ২২ ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি ছিল বিদায়ী কমিশনের। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ওই সময় কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল দেয়া সম্ভব হয়নি। জানা গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করতে বর্তমানে আইনগত আর কোন বাধা নেই। সম্প্রতি আদালতের নির্দেশ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বাধা কেটে গেছে। জানা গেছে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই সিটি কর্পোরেশনের সীমানা পুনর্নির্ধারণ করে তা আদালতকে অবহিত করলে আদালত নির্বাচনে বাধা তুলে নিয়েছেন। আদালতের এ সিদ্ধান্তের পর কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তবে জানা গেছে মেয়াদ শেষ হয়ে আসার কারণেই মূলত রকিব কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেনিনি। এখন নতুন কমিশন দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বাধা কেটে গেছে। এখন এই নির্বাচনের তফসিল ঘোণা করা যায় কিনা তা চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পরই তফসিল ঘোষণা করা হবে বলে তারা জানান। দলীয় ভিত্তিতে তিনটি উপজেলায় নির্বাচন হবে আগামী ৬ মার্চ সোমবার। গত ১ ফেব্রুয়ারি বিদায়ী কমিশন এসব উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে গেছে। এছাড়া ওইদিন আরও ১৫টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচনের তালিকা ঘোষণা করা হয়েছে। যেসব উপজেলায় নতুন করে নির্বাচন হবে তার মধ্যে রয়েছে সিলেট জেলার ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। এছাড়াও যেসব উপজেলায় ওইদিন উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে ওইদিন কুড়িগ্রাম সদরে, বরিশালে বানরীপাড়ায় ও গৌরনদী, ঝালকাঠির কাঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদ শূন্য থাকায় এসব পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। অপরদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম গ্রাম, নাটোরের বরাইগ্রাম, নীলফামারী জলঢাকায়, সাতক্ষীরা কলারোয়ায় ভাইস চেয়ারম্যান পদে এবং কুমিল্লার সদর দক্ষিণ ও পাবনার ঈশ্বরদী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নতুন কমিশনকে এসব উপজেলায় নির্বাচন পরিচালনা করতে হবে। এছাড়া সরকার দলীয় একজন সংসদ সদস্য দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার পর ওই আসন শূন্য হওয়া আগামী ২২ মার্চ নির্বাচন জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।
×