ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেটল-চ্যানেল আই ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেন

প্রকাশিত: ০৪:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ডেটল-চ্যানেল আই ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেন

সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে শুরু হলো ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেনে অংশগ্রহণের জন্য দেশের সকল মানুষকে আহ্বান জানানো হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই এবং রেকিট বেনকিজারের (ডেটল উৎপাদনকারী) প্রতিনিধিবৃন্দ, ক্যাম্পেন সহযোগী বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ; বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সভাপতি অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান ভুঁইয়া। দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ডেটল এবং চ্যানেল আই এই ক্যাম্পেনটি আয়োজন করেছে। এর অধীনে সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি গণমাধ্যম দ্বারাও জনগণকে সচেতন করা হবে। এই ক্যাম্পেনের লক্ষ্য হচ্ছে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতি বছর অন্তত আট কোটি মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা। একই সঙ্গে ২০২০ সালের মধ্যে এই ক্যাম্পেনের মাধ্যমে পঞ্চাশ লাখ মানুষকে এ বিষয়ে সরাসরি প্রশিক্ষণ প্রদানেরও পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেনকে সফল করতে আগামী চার বছরে কর্মীদের নিজেদের সময় থেকে এক লাখ ঘণ্টা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেটল বাংলাদেশ এবং চ্যানেল আই। অল্প বয়স থেকেই স্কুলগামী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষিত করতে ইংরেজী ও বাংলা ভাষায় একটি ই-মডিউল নিয়ে আসা হচ্ছে। এই ক্যাম্পেনের ফেসবুক পেজ-‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ()- এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে।-বিজ্ঞপ্তি। মুঘল গার্ডেনের ডালিয়া ফুল ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে ডালিয়া ফুল ফুটেছে। মোট ১৫ একর জায়গার মধ্যে এই মুঘল গার্ডেন তৈরি করা হয়। প্রতি বছরের মতো গত সপ্তাহ থেকে দর্শনার্থীদের জন্য এই বাগান খুলে দেয়া হয়েছে-এএফপি শরণার্থী শিশু সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে দেশটির অর্ধেকের বেশি লোক ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বুধবার দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে গোওতা প্রদেশের শিবিরে এক শিশুকে খাবারের জন্য যেতে দেখা যায়- এএফপি
×