ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৪:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে আইসিটি খাতের উন্নয়নে এবং দক্ষ মানবশক্তি গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে একটি প্রকল্প শুরু করতে সম্মত হয়েছে। ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আইটি প্রকল্পে এডিবি সাহায্য করবে। ২০২২ সালে প্রকল্পটি শেষ হবে। প্রকল্পটি ইউজিসির তত্ত্বাবধানে ঢাকা বিশ^বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাস্তবায়িত হবে। মি. রিওতারো হায়াশি, ইয়াং প্রফেশনাল, হিউম্যান এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবি এর নেতৃত্বে তিন সদস্যের এডিবির এক প্রতিনিধি দল নয়টি বিশ^বিদ্যালয় কর্তৃক প্রেরিত প্রস্তাবের সারমর্ম নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে ইউজিসি অডিটরিয়ামে বৃহস্পতিবার এক সভায় মিলিত হয়। প্রকল্পটি নয়টি বিশ^বিদ্যালয়, বিশ^বিদ্যালয়ের আইসিটি সেক্টরের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি এবং প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি এআইইউবির সমাবর্তন কাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি) এর নিজস্ব ভূমি প্লট নং-২, এমব্যাঙ্কমেন্ট রোড, সেক্টর -১০, উত্তরা, ঢাকায় ১৭তম সমাবর্তন শনিবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রী ও সনদ বিতরণ করার দায়িত্ব অর্পণ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে বক্তৃতা করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন এ.আই.ইউ.বির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ও ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা। সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২৯৬০ জন ছাত্রছাত্রীকে ¯œœাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
×