ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

ডেইলি মেইল অবিশ্বাসযোগ্য! উইকিপিডিয়া ব্রিটেনের ডেইলি মেইলকে ‘সাধারণভাবে অবিশ্বাসযোগ্য’ বলে অভিহিত করেছে। এর সম্পাদকরা ওয়েবসাইটটির জন্য সূত্র হিসেবে নিউজ গ্রুপটিকে নিষিদ্ধ করতে ভোট দিয়েছেন। অনলাইন এনসাইক্লোপিডিয়ার জন্য এই পদক্ষেপ বেশ অস্বাভাবিক। প্রতিষ্ঠানটি কোন প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর কদাচিৎ পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে। উইকিপিডিয়া এখনও রাশিয়া টুডে ও ফক্স নিউজকে সূত্র হিসেবে উল্লেখ করার অনুমোদন দিচ্ছে। তবে এ দুটি প্রতিষ্ঠানের সম্পাদকরা নিষেধাজ্ঞার ঘটনায় উদ্বিগ্ন। -গার্ডিয়ান চিড়িয়াখানা যখন শ্মশানপুরী! ইরাকী সেনাবাহিনীর সঙ্গে আইএস জঙ্গীর সংঘর্ষে ধ্বংসের পথে মসুলের নৌর পার্ক? আইএস বিরোধী দলের এক নেতা মৃতপ্রায় প্রাণীদের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন। তিনি পশুদের সংস্থাগুলোর কাছেও আবেদন জানান এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করে দেখার জন্য। পার্কে চলতে ফিরতে গেলেই দেখা যায় কোথাও প্রায় মৃত্যুমুখী এক ভাল্লুক আবার কোথাও পড়ে আছে সিংহ? এসব দেখলে যে কোন মানুষেরই চোখে জল আসবেই। বেশিরভাগ প্রাণীই এখানে মারা গেছে। আর যেসব প্রাণী বেঁচে আছে তাদের অবস্থা খুবই শোচনীয়। -ইয়াহু নিউজ বায়োমেট্রিক টিকেট! যুক্তরাজ্যের রেল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংস্থা বায়োমেট্রিক স্ক্যানিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে রেল ভ্রমণ আরও উন্নত করার পরিকল্পনা করেছে। দেশটির রেল ডেলিভারি গ্রুপ (আরডিজি) জানায়, যাত্রীরা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যানারের মাধ্যমে শনাক্ত হয়ে রেলে যাত্রাসেবা কিনতে পারবেন। এর ফলে টিকেটবিহীন দ্রুত যাত্রা নিশ্চিত করা যাবে। চলতি বছরের শেষে দেশটির অক্সফোর্ড পার্কওয়ে ও লন্ডন ম্যারিলিবোনের মধ্যকার রুটে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প চালু হবে। যুক্তরাজ্যের সর্বশেষ বাজেটে ডিজিটাল রেলওয়ে প্রকল্পের অংশ হিসেবে ডিজিটাল সিগন্যালিং প্রযুক্তি আর অন্যান্য রেলওয়ে উন্নয়নের জন্য ৪৫ কোটি পাউন্ড বরাদ্দ করেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। -বিবিসি
×