ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গঠনমূলক সম্পর্ক চাই ॥ শি’কে ট্রাম্পের চিঠি

প্রকাশিত: ০৪:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭

গঠনমূলক সম্পর্ক চাই ॥ শি’কে ট্রাম্পের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ট্রাম্প জানান তিনি উভয় দেশের স্বার্থে তাদের মধ্যে গঠনমূলক সম্পর্ক স্থাপনে শি’র সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর টই’র। বিব্রতিতে আরও জানানো হয়, ট্রাম্পের অভিষেকে তাকে অভিনন্দন বার্তা পাঠানোয় তিনি (ট্রাম্প) চিঠিতে শিকে ধন্যবাদ জানন। পাশাপাশি চীনের নতুন চন্দ্র বছর উপলক্ষে দেশটির জনগণের সমৃদ্ধি কামনা করে তাদের শুভেচ্ছা জানান ট্রাম্প। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয়ার পর তাদের মধ্যে এখনও সরাসরি কথা হয়নি। তবে নবেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর তারা কথা বলেন। গত সপ্তাহে বেজিং-এ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আভাস দেয়। এ যোগাযোগ বজায় রাখতে নেতৃত্ব দিচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক ও স্টেট কাউন্সিলর উপদেষ্টা ইয়াং জিচি। তিনি মর্যাদায় পররাষ্ট্রমন্ত্রীরও উর্ধে। ইয়াং গত সপ্তাহে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বলেন, চীন আশা করে বিবদমান ও গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতার ভিত্তিতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবে। জিহ্বা নিয়ন্ত্রিত ... জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (জর্জিয়া টেক) একদল গবেষক এমন এক অভিনব হুইল চেয়ার তৈরি করেছেন যেটি জিহ্বা দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। জিহ্বার মধ্যে একটি ক্ষুদ্র ম্যাগনেটিক ডিভাইস এই হুইল চেয়ারের জয়স্টিক হিসেবে কাজ করে। মাথায় ব্যবহৃত হেডসেটটি ম্যাগনেটিক ডিভাইসটির নড়াচড়া শনাক্ত করে ব্যবহারকারীর জিহ্বার নড়াচড়ার নির্দেশ অনুযায়ী চলাচলে সক্ষম। -ম্যাশএ্যাবল রেকর্ডের ডিভাইস! বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির পরিধেয় ও দরকারি গ্যাজেট ‘সেনস্টোন’। ক্ষুদ্র এই ডিভাইসটি মানুষের যাবতীয় পরিকল্পনা ও করণীয় তালিকা স্মার্টফোনে রেকর্ড করবে ও স্বয়ংক্রিয়ভাবে লিখে রাখবে। এই ডিভাইস কোন কিছু বললেই তা আপনার স্মার্টফোনে রেকর্ড করতে থাকবে। পাশাপাশি স্মার্টফোনে তা লিখিত আকারেও পাওয়া যাবে। শার্টের কলারে, গলার লকেটে কিংবা হাতে ব্রেসলেট হিসেবেও পরা যাবে। ডিভাইসটি প্রেস করার সঙ্গে সঙ্গেই রেকর্ড শুরু ও ব্লুটুথের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এ্যাপ রেকর্ডিং সংরক্ষিত হবে। -বিজনেস ইনসাইডার
×