ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে আইএসের হামলায় ছয় রেডক্রস কর্মী নিহত

প্রকাশিত: ০৪:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০১৭

আফগানিস্তানে আইএসের হামলায় ছয় রেডক্রস কর্মী নিহত

আফগানিস্তানের জওজান প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বন্দুক হামলায় রেডক্রসের ছয় আফগান কর্মী নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির। প্রাদেশিক গবর্নর জানিয়েছেন, কুশ তেপা এলাকায় রেডক্রস কর্মীদের গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় আরও দুই রেডক্রস কর্মী নিখোঁজ রয়েছে। তাদের আইএস অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) খবরটি নিশ্চিত করেছেন। তবে কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলা চালিয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত নন। আইসিআরসি জানিয়েছে, এ ঘটনার পর তারা অস্থায়ীভাবে দেশটিতে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আইসিআরসির ডিরেক্টর অব অপারেশন্স ডোমিনিক স্টিলহাট বলেন, আমাদের স্পষ্টভাবে ঘটনাটি সম্পর্কে জানা দরকার। ২০১৫ সাল থেকে আইএস আফগানিস্তানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা কাবুল ও দেশটির পূর্বাঞ্চলে হামলা চালানোর দাবি করেছে।
×