ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনোনিত বিচারপতি নেইল গরসাচের মন্তব্য

বিচারকদের নিয়ে ট্রাম্পের সমালোচনা হতাশাব্যঞ্জক

প্রকাশিত: ০৪:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বিচারকদের নিয়ে ট্রাম্পের সমালোচনা হতাশাব্যঞ্জক

মার্কিন সুপ্রীমকোর্টের বিচারক পদে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি নেইল গরসাচ বিচারক ও কোর্টের বিরুদ্ধে প্রেসিডেন্টের সমালোচনাকে নিরুৎসাহব্যঞ্জক ও হতাশাপূর্ণ বলে অভিহিত করেছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। গরসাচ বুধবার ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে এক বৈঠককালে এ মন্তব্য করেন। তিনি ৩১ জানুয়ারি ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর থেকে নীরবই ছিলেন। তার এ মন্তব্যের কারণে তার মনোনয়ন অনুমোদন প্রক্রিয়া কঠিন হয়ে ওঠবে বলে মনে করা হচ্ছে। গরসাচের এক মুখপাত্র এ কথা বলেন। মুসলিম প্রধান সাত দেশের নাগরিকদের ভ্রমণের ওপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেছেন, সব দেখে আদালতকে অনেকটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মনে হচ্ছে। সিয়াটলের আদালতে বিচারপতি জেমস রবার্ট গত সপ্তাহে শরণার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাটি আটকে দেয়ার পর প্রেসিডেন্ট সম্প্রতি টুইটে জেমস রবার্টকে ‘তথাকথিত বিচারক’ বলে অভিহিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলা হলে সে জন্য দায়ী হবেন জেমস রবার্ট। ট্রাম্প টুইটে বলেন, এ তথাকথিত বিচারপতির রায় হাস্যকর এবং রায়কে পাল্টে দেয়া হবে। এ বিচারক আইন প্রয়োগকে আমাদের দেশের বাস্তবতার বাইরে নিয়ে গেছেন। তিনি এ সপ্তাহান্তে এ বিচারকের বিরুদ্ধে সমালোচনা করেছেন বেশ কয়েকবার এবং বুধবার বলেছেন, যে ফেডারেল বিচারকরা নিষেধাজ্ঞা বিরোধিতা করেছেন তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তা করেছেন। ডেমোক্র্যাটরা ও অন্য সমালোচকরা বলেছেন, বিচার ব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের মন্তব্য মার্কিন গণতন্ত্রের মূল নীতিকে নস্যাত করে দেবে। ডোনাল্ড ট্রাম্প নেইল গারসাচকে সুপ্রীমকোর্টে আজীবন নিয়োগের প্রস্তাব দিয়েছেন। ৪৭ বছর বয়স্ক এ বিচারক আমেরিকান আইন শাস্ত্রের স্থায়ী অবদান রাখার সুযোগ পাবেন। গরসাচ তার বিচার সম্প্ক্তৃ প্রকৃতি ও তীক্ষè আইনী মনোভাবের জন্য অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি এখন এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন। তাকে এখন ব্যাখ্যা করতে হবে, তিনি যেখানে দায়িত্ব পালন করছেন সেই বিচার বিভাগের ক্ষমতাকে কেন প্রেসিডেন্ট ধ্বংস করতে চাইছেন, যিনি মনোনয়ন দিয়েছেন তাকে। এখন এমন প্রমাণ রয়েছে যে, গরসাচ চুপ হয়ে থাকবেন না এবং বিশ্বস্ত সৈনিকের ভূমিকা রাখবেন না। সংক্ষেপে বলা যায়, কনজারভেটিবদের জন্য এটা এক ট্রাম্প উভয়সঙ্কট। আট বছরের ডেমোক্র্যাটিক শাসনের পর দীর্ঘ বিলম্বে রিপাবলিকানদের লক্ষ্য অর্জনের জন্য সুযোগ তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবিধানে কংগ্রেস ও প্রেসিডেন্টের মতো সমক্ষমতাসম্পন্ন হচ্ছে বিচার বিভাগ। বিচারকের অনুমোদন টিম বিচারকের মন্তব্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউস বুধবার ২৪ সন্দেহভাজন সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করেছে। এরা প্রেসিডেন্টের নির্বাহী নিষেধাজ্ঞাধীন মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। গত ২৭ জানুয়ারি ট্রাম্পের স্বাক্ষর করা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে পরবর্তী চার মাসের জন্য সব ধরনের শরণার্থী ও পরবর্তী তিন মাসের জন্য এই সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
×