ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেব্রুয়ারি মাসে ২০ কোটি টাকার ফুল বিক্রির আশা

প্রকাশিত: ০৪:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ফেব্রুয়ারি মাসে ২০ কোটি টাকার ফুল বিক্রির আশা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বসন্ত ও ভালবাসা দিবস এবং ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালীর ফুলচাষীরা। এ দিবসগুলোতে প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরনের ফুল। সারাবছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষীদের মূল টার্গেট বসন্ত দিবস, ভালবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ তিনটি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারাবছরের লাভ-লোকসানের হিসাব মেলান। তাই বিশেষ করে গোলাপ, গ্লাডিউলাস ও গাঁদা ফুলগাছের পরিচর্যায় ব্যস্ত ফুলচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফুলের উৎপাদন ভাল হয়েছে। কৃষকরা বলছেন, যদি তাদের জন্য বিশেষায়িত কোল্ডস্টোরেজের ব্যবস্থা থাকত তাহলে ফুল মজুদ ও পরবর্তীতে বাজারজাত করে আর লাভবান হতেন তারা। এ তিনটি দিবসে এখানকার চাষীরা প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানালেন বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সভাপতি আব্দুর রহিম। গত বছর এ দিবসগুলোতে চাষীরা প্রায় ১৪ কোটি টাকার ফুল বিক্রি করেন। সোনালী আঁশের মুনাফা বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২৫ টাকা ১৯ পয়সা। শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। কানাডা-যুক্তরাষ্ট্র পাইপলাইন অর্থনৈতিক রিপোর্টার ॥ কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল পরিবহনে বিতর্কিত দুটি পাইপলাইনের মধ্যে নর্থ ডাকোটার পাইপলাইনের নির্মাণ প্রকল্প শুরু করার ছাড়পত্র দিতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশবাদীরা।
×