ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে জানালেন ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

প্রকাশিত: ০৪:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং। একইসঙ্গে সুশাসন নিশ্চিত করা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও সহজীকরণ, এসএমই খাতে অর্থায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে জোড় দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের এডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব পরামর্শ দেন। এ সময় তিনি জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ওয়েনচাই ঝাং বলেন, বাংলাদেশে অর্থনীতিতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কর্মসংস্থান, অবকাঠামো এবং জ্বালানি সংকট দূরীকরণ। এসব চ্যালেঞ্জ মোকবেলায় সরকারকে মনোযোগী হতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে সফর সমাপ্ত উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এডিবি বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি প্রকল্প চলমান, সামনে আরও সহায়তা বাড়াতে ইচ্ছুক। তবে এজন্য চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নের গতি বাড়াতে হবে। ওয়েনচাই ঝাং বলেন, বাংলাদেশ বিদ্যুত খাতের চাহিদা পূরণে জোর দিয়েছে। এক্ষেত্রে বেশ কিছু প্রকল্পও হাতে নিয়েছে। এগুলো বাস্তবায়নের কাজ দ্রুত করতে হবে। এছাড়া মানবসম্পদ উন্নয়ন, মানসম্মত শিক্ষা তথা আইটি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। টেকশই উন্নয়ন নিশ্চিতে মানসম্মত অধিক কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বাণিজ্য বাড়াতে হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এশিয়ার উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। সামগ্রিক উন্নয়নে বাংলাদেশকে জোড় দিতে হবে। ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ক্রস কানেক্টিভি প্রকল্পে সহায়তা দিতে আমরা প্রস্তুত। কিন্তু তা বাস্তবায়ন এত সহজ হবে না। এডিবি সময় মতো অর্থছাড় করছে জানিয়ে ঝাং বলেন, তাদের ডিসবার্সমেন্ট ভাল। গত বছর ৮১৩ মিলিয়ন ডিসবার্সমেন্ট হয়েছে। সামনে আরও সহায়তা অব্যাহত থাকবে। তিন দিনের সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামেও অংশ নিয়েছেন। বাংলাদেশ সফরের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি। আশা করছি আগামীতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে এডিবির সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে এডিবির ভূমিকার বিষয় বিষয় তুলে ধরেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে ঝাংয়ের উপদেষ্টা হুইপিং হুয়াং ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোসি উপস্থিত ছিলেন।
×