ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সূচকের সঙ্গে দুই বাজারেই লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৯১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৮০ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, আগের দিনের ইতিবাচক প্রবণতা বৃহস্পতিবারেও বজায় ছিল। দিনটিতে আগের চেয়ে ২৪ পয়েন্ট সূচক বেড়ে মোট ৫ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ইতিবাচক প্রবণতার কারণে ডিএসইর লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে ৯ শ’ কোটি টাকা ছাড়িয়েছে। এই দিনে প্রকৌশল খাতটি মোট লেনদেনের ১৫.৮০ শতাংশ ভাগ দখল করেছে। ব্যাংক-বর্হিভূত আর্থিক খাতটি এরপরেই অবস্থান করেছে। সারা দিনে খাতটির মোট লেনদেনের ১৩.৫০ শতাংশ দখল করেছে। এই খাতের লঙ্কা বাংলা ফিন্যান্স ৫.৯ শতাংশ ও আইডিএলসি ৫.৩০ শতাংশ লেনদেন করেছে। দিনটিতে আথিক খাতটির মোট ১.৯০ শতাংশ দর বাড়ায় চাহিদার শীর্ষে অবস্থান করে। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার টেক, লঙ্কা বাংলা ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স, আইডিএলসি, ইফাদ অটোস, রহিম টেক্সটাইল, কনফিডেন্ট সিমেন্ট ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার।
×