ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার চর-গোবরা মৌজায় ইজারার নামে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোবরা ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে তারা এ কর্মসূচী পালন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদরের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগকারী চরগোবরা গ্রামের মোতালেব সিকদার, মোফাজ্জল হোসেন সিকদার, কেরামত সিকদার, গ্রীসনগর গ্রামের গোলাম মোস্তফা, সুকুমর বিশ্বাস, কানাই বিশ্বাস জানান, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর মধুমতি নদী ও নদী সংলগ্ন ১৫৩নং চর গোবরা মৌজার বিআরএস ৩৪৯৫, ৩৫২০, ৩৪৮৬, ৩৪৮৩, ৩৪৯৩, ৩৫২৮ ও ৩৫৩০ দাগসহ প্রায় ১শ’ বিঘার জমির মালিক স্থানীয় জনসাধারণ হওয়া সত্ত্বেও সরকারের নিকট থেকে নামমাত্র ৭৫ শতাংশ জমি লিজ গ্রহণ করে ৭৫ একরের নাম প্রচার মাধ্যমে জনমনে ভীতির সৃষ্টি করে ৩টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি কর্তন চালিয়ে যাচ্ছে। ফলে ঘর-বাড়ি ফসলী জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাবিতে শিবির কর্মীকে পুলিশে সোপর্দ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ ও হল প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ জিয়াউর রহমান হল থেকে তাকে আটক করা হয়। আটক আবু সালেহ শাহিন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে জিয়া হলের ১২২ নম্বর কক্ষে থাকত। তবে তার বরাদ্দকৃত হল শের-ই-বাংলা ফজলুল হক। ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহিনের সাবেক কক্ষে তল্লাশি চালিয়ে তার কম্পিউটার থেকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাইদীর বক্তব্যের ভিডিও ও শিবিরের নথি পাওয়া যায় পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে হল প্রশাসনকে জানালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ১৫শ’ কেজি জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ॥ ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যাত্রীবাহী দু’টি লঞ্চে তল্লাশি চালিয়ে ১৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৬টায় ‘এম ভি কর্ণফুলী-১০’ ও ‘এম ভি কর্ণফুলী-১’ যাত্রীবাহী লঞ্চ দু’টি হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১৫০০ কেজি অবৈধ জাটকা আটক করা হয়। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। কোস্টগার্ড পাগলা স্টেশনের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। দরপত্র নিয়ে হামলার ঘটনায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৯ ফেব্রুয়ারি ॥ বরগুনার বেতাগীতে উপজেলা চেয়ারম্যান, মেয়র ও তিন ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে বেতাগী উপজেলাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান কবির, পৌর মেয়র গোলাম কবিরসহ স্থানীয় বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্ধ। বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের ৪ কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির সময় টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করতে বাধা দেয়া ও হামলা করে এক ঠিকাদার ও যুবলীগ নেতাকে আহত করায় হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ ১০ বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ ফ্রেরুয়ারি ॥ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার খামারপাড়া ও টুপিপাড়া গ্রামে এলাকায় আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এ সময় সাবেক চেয়ারম্যান কুতুকউল্লাহ মিয়া কুটির বাড়িসহ ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০/৬০ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ টহল চলছে। জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউপির খামারপাড়া ও টুপি পাড়া গ্রামে এলাকায় আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে শ্রীকোল ইউপির বর্তমান চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং সাবেক চেয়ারম্যান কুতুকউল্লাহ মিয়া কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ¦ চলে আসছে। এরই জের ধরে এই ঘটনা ঘটে। ৫জন আহত হয়েছে। এ সময় সাবেক চেয়ারম্যান কুতুকউল্লাহ মিয়া কুটির বাড়িসহ ১০টি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। ৩২ অনুপ্রবেশকারী আটক পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা উপজেলায় ৩২ অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ কালে মাটিরাঙ্গার যামিনীপাড়ার জোনের আওতাধীন দেওয়ানবাড়ী বিওপি’র বিজিবি সদস্যরা তাদের আটক করে। জানা যায়, কিছু সংখ্যক লোক অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে দেওয়ানবাড়ী বিওপির বিজিবি জওয়ানরা তাদের আটক করে। আটককৃতদের সকলেই খাগড়াছড়ি সদর উপজেলার গোগড়াছড়ির বাসিন্দা বলে জানা গেছে। আটটকৃতদের বুধবার রাত ১১টার দিক অবৈধভাবে ভারত হতে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের সকলেই খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা দাবি করে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যা মারমা জানান, তারা সকলেই স্থানীয় সুইং নৃত্য দলের কর্মী। ভারতের এ্যালমারা এলাকায় ভৌদ্ধভিক্ষুর দাহক্রিয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তারা সেখানে গিয়েছিলেন। দাহক্রিয়া শেষে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে। ১৫ শিক্ষককে অব্যাহতি সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা ॥ দোহারে একদিনে ১৫ শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি ও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিন। এদের মধ্যে জয়পাড়া মডেল পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে লটাখোলা উচ্চ বিদ্যালয়, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলাকোঠা উচ্চ বিদ্যালয় ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যায়লয়ের একজন করে শিক্ষককে, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের দুইজনসহ মোট পাঁচজন শিক্ষককে। অপরদিকে, মালিকান্দা মেঘূলা স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের দুইজনকে ও মালিকান্দা মেঘুলা স্কুল এ্যান্ড কলেজের তিনজনকে এবং মধুরখোলা উচ্চ বিদ্যালয় একজনসহ মোট ছয়জন এবং মালিকান্দা কেন্দ্রের ভেন্যু কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ও শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুইজন করে চারজন শিক্ষককে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দেয়া হয়। এছাড়াও মালিকান্দা কেন্দ্রের ভেন্যু কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক পরীক্ষার্থী ও জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে দুইজন পরীক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিন উপজেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ আদেশ দেন। ভুয়া ডাক্তার ॥ লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে শহরের পিটিআই মোড়ে ‘চৌধুরী ডেন্টাল কেয়ারে’ ভুয়া সনদপত্র ব্যবহার করে আব্দুস সালাম (৫০) নামে এক ভুয়া ডেন্টিস্টকে হাতেনাতে আটক করা হয়। এরপর ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান ওই ভুয়া চিকিৎসকের মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এছাড়াও ডেন্টাল কেয়ারটি সিল করে দেয়া হয়েছে। ভুয়া ডেন্টিস্ট আব্দুস সালাম পিটিআই সংলগ্ন বাসিন্দা তৈয়ব আলীর ছেলে। জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ শরিফুল ইসলাম জানান, শহরের পিটিআই পূর্ব পার্শ্বে (২য় তলায়) চৌধুরী ডেন্টাল কেয়ারে আব্দুস সালাম ভুয়া সনদপত্র ব্যবহার করে দন্ত চিকিৎসা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ ফেব্রুয়ারি ॥ বসতভিটাসহ তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামের প্রায় ৫০০ মানুষের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সাদিকুর রহমানের মাধ্যামে স্মারকলিপি দেয়া হয়। যেখানে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তাদের জীবন-জীবিকার অবলম্বন তিন ফসলি জমিসহ বসতভিটা এলাকা অধিগ্রহণের জন্য সেনাবাহিনীসহ কোস্টগার্ড এবং একাধিক সংস্থা মাপজোক শুরু করে। কৃষক পরিবারের দাবি, এমনিতেই টিয়াখালীতে সরকারীভাবে পায়রা বন্দর ফোর লেন সড়কসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে যে পরিমাণ জমি দরকার ছিল তা তারা দিয়েছেন। কিন্তু এরপরও বিভিন্ন বেসরকারী সংস্থাসহ সেনাকল্যাণ, কোস্টগার্ড আরও ৭০০ একর কৃষি জমি অধিগ্রহণের পাঁয়তারা চালাচ্ছে। এমনিতেই টিয়াখালী একটি ছোট্ট ইউনিয়ন। কৃষিকাজ ছাড়া অন্য কোন কর্মসংস্থান নেই। তারা এসব এলাকার জমি অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। লার্নিং এ্যান্ড আর্নিং মেলা শুরু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ॥ ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হব জয়ী, আমরা দুর্বার- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এমন সেøাগান নিয়ে বৃহস্পতিবার থেকে হবিগঞ্জে শুরু হয়েছে ‘লানিং এ্যান্ড আর্নিং মেলা- ২০১৭’। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা ও অপরাধমূলক কর্মকা- থেকে সরিয়ে উপার্জনের পথে অগ্রসর করার ভাবনা নিয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় আয়োজিত মেলা উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আইসিটি বিভাগ এবং নাট্যকর্মী ও ফ্রি ল্যান্সার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হবিগঞ্জ শাখার সভাপতি সাইফুদ্দিন জাবেদের তত্ত্বাবধানে এই মেলার সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের ডিডি এলজি উপ-সচিব মোঃ সফিউল আলম। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কদ্দুছ আলী সরকার ও ঢাকা রেডিশন আইটি ডিজিটাল টেকনোলজি সেন্টারের চেয়ারম্যান ফারুক আহমেদ। বিদ্যুতের তারে জড়িয়ে ২ কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সেচ পাম্পের সংযোগ দিতে দিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মাটিয়ালের দোলা নামকস্থানে এই ঘটনাটি ঘটে। নিহত দুই কৃষক হলোÑ উক্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেন ও একই গ্রামের নাজির হোসেন। এলাকাবাসী জানায়, ওই দুই কৃষক তাদের জমিতে বোরো আবাদের জন্য পিডিবির বিদ্যুত সংযোগ নিয়ে নিজেরাই সেচপাম্পে বিদ্যুত সংযোগ করছিল। এ সময় তারা বিদ্যুতের তারে জরিয়ে গেলে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই কৃষককে মৃত ঘোষণা করে। রামেক হাসপাতালে হাজতির মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হারুন শেখ (৫০) নামে এক হাজতির (নম্বর ৫৭২/১৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান। হারুন শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মৃত কাশেম শেখের ছেলে। রামেক হাসপাতাল সূত্র জানায়, হারুন শেখ মাদক মামলার আসামী ছিলেন। ৬ ফেব্রুয়ারি হারুন শেখ হঠাৎ শ^াসকষ্টে আক্রান্ত হলে তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যায়। বিদ্যুতের তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জ বাজারে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বুধবার রাতে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। জকিগঞ্জ হাসপাতাল সূত্র জানায়, জকিগঞ্জ ইউনিয়নের ভরন সুলতানপুর গ্রামের মাটি কাটা শ্রমিক হারুন উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু (১৯) জকিগঞ্জ মাছ বাজারের কাছে একটি বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দিলুকে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুদ্ধাপরাধীসহ আটক ১০২ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ ফেব্রুয়ারি ॥ জামালপুরে বিশেষ অভিযানে যুদ্ধাপরাধী মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১০২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে সপ্তাহব্যাপী পুলিশের এ বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় জেলার ৭টি থানার বিভিন্ন স্থান থেকে ১০২ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার রুস্তম আলী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ঢাকা-১ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। অন্য আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। পলিথিনের স্তূপে আগুন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ ফেব্রুয়ারি ॥ টঙ্গীতে রেলব্রিজের নিচে বৃহস্পতিবার পরিত্যক্ত পলিথিনের স্তূপে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয়। জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীবাজার এলাকার পশ্চিমপাশের রেল ব্রিজের পাশ স্তূপ করে রাখা পলিথিন ও ঝুটের বস্তায় বৃহস্পতিবার অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন ওই স্তূপের পাশে রেললাইনের কাঠের স্লিপারেও ধরে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। নিরাপত্তার কারণে ঐ রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এক যুবককে অস্ত্র ও গুলিসহ বৃহস্পতিবার আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তার নাম মোঃ রুবেল রানা (২৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী এলাকার মৃত সোলায়মানের ছেলে। র‌্যাব জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী এলাকায় রুবেলের বাড়িতে অস্ত্রধারী ক’যুবক সন্ত্রাসী কর্মকা- করার উদ্দেশে অবস্থান করছিল। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রুবেলের ভাই সন্ত্রাসী জুয়েল রানা কৌশলে পালিয়ে যায়। এ সময় রুবেলের কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ ফেব্রুয়ারি ॥ আতাইকুলায় স্কুলছাত্র শাহরিয়ার হাসান অভি হত্যার বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা-পাবনা মহাসড়ক অবোরধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শোলাবাড়িয়া গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়।
×