ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমি জরিপে অনিয়মের বিরুদ্ধে আমতলীতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ভূমি জরিপে অনিয়মের বিরুদ্ধে আমতলীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ ফেব্রুয়ারি ॥ আমতলী-কলাপাড়া মহাসড়কের কল্যাণপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কর্মকর্তাদের অনিয়ম, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে হাজারো গ্রামবাসী মানববন্ধন করেছে। বেলা ১১টায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আলহাজ্ব আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবদুল রাজ্জাক, আবদুল হালিম, আবদুল মালেক হাওলাদার ও আলতাফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপে আমতলী সদর ইউনিয়নে নীলগঞ্জ, উত্তর টিয়াখালী ও পুজাখোলা মৌজায় কর্মরত কর্মকর্তারা ব্যাপক অনিয়ম, ঘুষ ও দুর্নীতির কারণে জরিপের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। তারা ইচ্ছামাফিক নকশা তৈরি করে জরিপ কাজ চালাচ্ছে। এতে অনেক কৃষক তাদের জমি হারাচ্ছে। অনেক জমি সরকারী খাস খতিয়ানে রেকর্ড করছে। রেকর্ড, পর্চা ও নামজারী সংশোধনের কথা বলে এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে। আমতলী সেটেলমেন্ট অফিসার রহিম গাজী জানান অনিয়ম, ঘুষ ও দুর্নীতির এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তরুণ প্রজন্মের অসাধ্য কিছু নেই ॥ প্রযুক্তিমন্ত্রী বাকৃবি সংবাদদাতা ॥ ‘চেষ্টা করলে তরুণ প্রজন্মের কাছে অসাধ্য কিছুই নেই। স্বাধীনতার প্রায় ৪০ বছর পর নতুন প্রজন্ম এভারেস্ট জয় করেছে। হিমালয়ের চূড়ায় জাতীয় পতাকা উড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক উৎসবের বক্তব্যে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে পশুপালন অনুষদের ৪৮তম ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষক বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর, বিশেষ অতিথি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘প্রাণী পালন করলে মানুষের মনে মানবিকতার সঞ্চার হয়, মনুষ্যত্বে বিকাশ ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন। তিনি কবুতর পালন করতে এবং তাঁর পরিবারে বিভিন্ন গৃহপালিত পশু লালন-পালন করার রীতি ছিল।’
×